Barasat Medical College Case: বারাসতে মর্গে দেহের চোখ চুরি? মমতাকে ঘিরে বিক্ষোভ হতেই অ্যাকশন নিল স্বাস্থ্য দফতর

বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে থাকা যুবকের মৃতদেহ থেকে চোখ উধাও হল কীভাবে? এই নিয়ে এবার তদন্তের জন্য কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে অবশ্য অনুমান, ইঁদুর চোখ খুবলে নিয়ে গিয়েছে। তবে দ্রুত এই ঘটনার নিষ্পত্তি চাইছে দফতর। দোষীকে কঠোর শাস্তি দেওয়ার কথাও জানানো হয়েছে।

Advertisement
 বারাসতে মর্গে দেহের চোখ চুরি? মমতাকে ঘিরে বিক্ষোভ হতেই অ্যাকশন নিল স্বাস্থ্য দফতরবারাসত মেডিক্যাল কলেজে মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ
হাইলাইটস
  • বারাসত মেডিক্যাল কলেজে র্গে থাকা যুবকের চোখ উধাও হল কীভাবে?
  • তদন্তের জন্য কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর
  • ইঁদুর চোখ খুবলে নিয়ে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান

বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃত যুবকের চোখ উধাও হওয়ার ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। এই ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজকেই তদন্ত করতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। দোষীদের কাউকেউ রেয়াত করা হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। 

ঘটনা সূত্রপাত
সোমবার সকালে বারাসতের কাছে বামনগাছি এলাকায় রাস্তা পার করার সময়ে একটি ম্যাটাডোরের সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় যুবক প্রীতম ঘোষের। বছর ৩২-এর ওই আহত যুবককে তড়িঘড়ি স্থানীয়রা বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। তারপর প্রোটোকল মেনে ময়নাতদন্তের পর মৃত যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

অভিযোগ 
দেহ দেখে ক্ষোভে ফেটে পড়ে যুবকের পরিবার। অভিযোগ, যুবকের এখটি চোখ খুবলে নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে অবশ্য খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইঁদুরেই মৃত যুবকের চোখ খুবলে নিয়েছে। কিন্তু সেই তথ্য মানতে নারাজ হয়ে হাসপাতালের গেটের সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয়রা। উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ঘটনাচক্রে সেই সময়েই ঠাকুরনগর থেকে গাড়ি করে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কনভয় দেখেই আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁর গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিজনেরা। গাড়ি থামিয়ে দিতে বাধ্য হন মুখ্যমন্ত্রীও। 

কী বললেন মমতা?
মুখ্যমন্ত্রী বলেন, ‘বাড়ির লোক যখন বলছেন, তখন নিশ্চয়ই সত্যতা রয়েছে। নিশ্চয়ই ঘটেছে। ঘটনা যদি ঘটে, তা হলে তদন্ত হবে। দোষীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। দেহের ভিডিয়ো তুলে রাখবে, যাতে কেসের তদন্তের সুবিধা হয়। সিসিটিভি ফুটেজও দেখা হবে। অপরাধ যাঁরা করেছে, তাঁদের শাস্তি দেওয়া হবে। এই দুর্ঘটনা মর্মান্তিক। চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, যাতে মৃতের পরিবারের চলে যায়। মুখ্যমন্ত্রীর কোটায় চাকরি দিচ্ছি। ক্ষতিপূরণ দেওয়া হবে।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement