BJP Amit Shah Meeting: মমতার বৈঠকের দিনই দিল্লিতে শাহ-সাক্ষাৎ করবেন বঙ্গ বিজেপির MP-রা, কেন?

সোমবার তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর  ঠিক সেই সময়ই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বাংলার বিজেপি সাংসদরা।

Advertisement
মমতার বৈঠকের দিনই দিল্লিতে শাহ-সাক্ষাৎ করবেন বঙ্গ বিজেপির MP-রা, কেন?মমতার ভার্চুয়াল বৈঠকের দিনই অমিত শাহের সঙ্গে সাক্ষাতে বঙ্গ বিজেপি সাংসদরা, আলোচনায় একাধিক ইস্যু।
হাইলাইটস
  • সোমবার তৃণমূলের সাংসদদের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ঠিক সেই সময়ই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাংলার বিজেপি সাংসদরা।
  • ঠিক কোন রণকৌশলে এগনো যায়, তাই নিয়েই সম্ভবত শাহের সঙ্গে আলোচনা হবে।

সোমবার তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর  ঠিক সেই সময়ই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বাংলার বিজেপি সাংসদরা। রবিবার শমীক নিজেই এই বৈঠকের কথা জানান। আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠকের জন্য অমিত শাহের কাছে সময় চেয়েছিল বঙ্গ বিজেপি। তাতে সবুজ সংকেত মিলেছে। সোমবারই দিল্লিতে সেই হেভিওয়েট বৈঠক। থাকবেন রাজ্যের লোকসভা ও রাজ্যসভার সমস্ত বিজেপি সাংসদ। অর্থাৎ, একদিকে যখন TMC সাংসদরা দলের সুপ্রিমোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন, ঠিক সেই সময়েই অমিত শাহের সঙ্গে মিটিংয়ে ব্য়স্ত থাকবেন BJP এমপিরা।

এই বৈঠকের উদ্দেশ্য কী?
সংসদে অধিবেশন চলছে পুরোদমে। ইতিমধ্যেই তৃণমূল সাংসদেরা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়েছেন। কখনও ভাষা বিতর্ক, আবার কখনও ভোটার তালিকা ঘিরে বিশেষ সমীক্ষা(SIR) নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। একের পর এক অভিযোগ এনে কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন ঘাসফুল শিবিরের সাংসদরা।

রাজনৈতিক মহলের দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব এর পাল্টা জবাব দিলেও, বিজেপির বঙ্গ শাখায় এখনও সংসদে সেভাবে জ্বলে উঠতে পারেননি। কেন? গেরুয়া শিবিরের অন্দরমহলের দাবি, প্রতিদিন সংসদে বক্তৃতার সুযোগ পাচ্ছেন না রাজ্যের বিজেপি সাংসদরা। এদিকে এই বক্তার তালিকা ঠিক হয় কেন্দ্রীয় স্তরে। ফলে তৃণমূলের অভিযোগের জবাব ঠিকমতো দিতে পারছেন না বাংলার বিজেপি সাংসদরা। এহেন পরিস্থিতিতে ঠিক কোন রণকৌশলে এগনো যায়, তাই নিয়েই সম্ভবত শাহের সঙ্গে আলোচনা হবে।

আরজি কর ইস্যুতেও শাহের সঙ্গে আলোচনা?
বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, ‘আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আগামী ৯ অগাস্ট একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন তাঁরা। সেই বিষয়ে আমাদের জানাতে এসেছিলেন এবং আরও কিছু বলেন। সেই সব কথা শাহকে জানানো হবে।'

ভোটকে সামনে রেখে বিজেপির পরিকল্পনা
রাজ্য বিজেপির একাংশ মনে করছে, সামনে ২০২৬ বিধানসভা নির্বাচন। তার আগে সংসদে তৃণমূলের অভিযোগের পাল্টা উত্তর দেওয়াটা জরুরি। কারণ, বাংলা সংহিতি, SIR ইস্যুতে ইতিমধ্যেই বেশ সুর চরিয়েছে ঘাসফুল শিবির। ফলে সাংসদে বাংলার বিজেপি প্রতিনিধিদেরও পাল্টা জবাব দেওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সম্ভবত সেই কৌশল ঠিক করতেই শাহের সঙ্গে আলোচনায় বসছেন বিজেপি সাংসদরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement