'বাংলার বাড়ি'র(Banglar Bari scheme) অপেক্ষায় থাকতে হবে না। বর্ষায় মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তার পুনর্নির্মাণ করে দেবে রাজ্য। মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি জানালেন, রাজ্যের 'বাংলার বাড়ি'র মতো প্রকল্প থাকলেও, এগুলি আলাদাভাবে তৈরি করে দেওয়া হবে। তিনি জানান, প্রথমে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা পৌঁছবে জেলাশাসকদের হাতে। সেই তালিকা মুখ্যসচিবের কাছে পাঠাতে হবে জেলাশাসকদের।
এদিন 'বাংলার বাড়ি' প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, মাটির প্রতি বাড়িই নতুন করে তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই ৪৭ লক্ষ বাড়ি পুনর্নিমাণ করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি জানালেন, চলতি বছর ইতিমধ্যেই ১২ লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে। আরও ১৬ লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে। ফলে চলতি বছরই প্রায় ২৮ লক্ষ বাড়ির টাকা প্রদান করা হবে বলে জানান মমতা।
মুখ্যমন্ত্রী জানান, এই ২৮ লক্ষের বাইরেও বর্ষায় যাঁদের মাটির বাড়ির ক্ষতি হয়েছে, সেগুলি তৈরি করে দেওয়া হবে। তিনি বলেন, 'এই যে বর্ষায় বাড়িগুলি ভেঙে পড়ে যাচ্ছে, তাদের লিস্ট বানিয়ে ডিএম, সিএস কে পাঠাবেন। এগুলোও করে দেওয়া হবে। এটা আলাদাভাবে করে দেওয়া হবে। এই ২৮ লক্ষের মধ্য়ে সেগুলি পড়ছে না।'
মমতা জানান, শুধু বাংলার বাড়িই নয়, অন্য় আরও বেশ কিছু প্রকল্পের মাধ্যমেও বাড়ি তৈরি করে দেওয়া হয়। তিনি বলেন, 'মাইনোরিটি, ট্রাইবাল ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে। মিউনিসিপালিটি, আরবান, কর্পোরেশনও বাড়ি তৈরি করে। এই সব মিলিয়ে ধরলে আমাদের আমলে ৭০ থেকে ৭৫ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হয়ে গিয়েছে।'