দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চললেও, তারপর থেকে কমবে বৃষ্টিপাত। আর সেই সঙ্গে বাড়তে শুরু করবে তাপমাত্রা।
কলকাতায় ভ্যাপসা গরম
সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত রয়েছে। মঙ্গলবার শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ৩০-৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে সন্ধ্যার পর থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি
বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে।
বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে ফের উষ্ণতা বাড়ার ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রবিবারের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবার কিছুটা বৃষ্টি কমলেও, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
অন্যদিকে, মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি কম হলেও রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে।
উত্তর-পশ্চিম ভারতে ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস
বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে গুজরাট উপকূল, মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে। এই ঘূর্ণাবর্ত ও একাধিক অক্ষরেখা বিস্তারের কারণে ছত্তীসগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, গুজরাট ও উত্তরাখণ্ডে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।