গরমে অবশেষে স্বস্তির বৃষ্টি। শনিবার রাতে দু’তিন ঘণ্টার ঝড়বৃষ্টিতে ভিজল পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা। বৃষ্টির পাশাপাশি চলে ঝোড়ো হাওয়ার দাপট। আপাতত গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে পর পর সাত দিনই এহেন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমতে পারে। ফলে ভ্যাপসা গরম থেকে খানিকটা রেহাই মিলতে পারে বলেই আশা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, ২ মে পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
২ মে পর্যন্ত পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
তাপপ্রবাহের সতর্কতা
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপপ্রবাহ বইতে পারে। কলকাতা-সহ বাকি জেলায় অস্বস্তিকর গরম থাকবে।
কেমন থাকবে তাপমাত্রা?
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি করে কমতে পারে। উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুরে আগামী ৩ দিনে ৩-৫ ডিগ্রি করে বাড়তে পারে তাপমাত্রা।