রেশন দুর্নীতি মামলায় বুধে ইডি ডেকে পাঠালে হাজিরা দেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর ফের তাঁকে তলব করা হয়। ইডি দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে আবার সিজিও দফতরে ডেকে পাঠানো হয়েছে। ৫ জুন, বুধবার তাঁকে সিজিওতে ডেকে পাঠানো হলে এখন আসা সম্ভব নয় বলে জানান অভিনেত্রী। ইডি দফতরে একটি ই-মেলও করেন তিনি।
জানা যায়, ই-মেলে টলি অভিনেত্রী জানান, বৃহস্পতিবারের পর ডাকা হলে তিনি যেতে পারেন। বিদেশে থাকার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। সেইমতো আগামী সপ্তাহে ফের তলব করা হয় তাঁকে।তাঁকে গত পাঁচ বছরের আয়কর রিটার্নের ফাইল ও তাঁর সমস্ত লেনদেনের বিশদ বিবরণ দিতে বলা হয়েছে।
এর আগে রোজভ্যালি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। ২০১৯ সালে এই মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। তবে তারপরে তাঁকে আর এই মামলায় তলব করা হয়নি। এবার ঋতুপর্ণাকে তলব করা হল রেশন দুর্নীতি মামলায়।
গত বৃহস্পতিবারই তলব করে সমন পাঠিয়েছিল ঋতুপর্ণাকে। তবে তিনি মায়ামিতে ছিলেন বলে খবর। তবে তিনি আগামী সপ্তাহে হাজিরা দেবেন কি? অভিনেত্রীর টিমের এক সদস্যকে ফোন করে এই প্রশ্ন করা হলে তিনি ইডির বিষয়ে কোনও কথা বলতে নারাজ বলে জানান।
উল্লেখ্য, আগামী ৭ জুন, শুক্রবার মুক্তি পাচ্ছে টলিপাড়ার অন্যতম সেরা রোম্যান্টিক জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি 'অযোগ্য'। ছবির প্রচারের কাজ নিয়ে ব্যস্ত আছেন নায়িকা। টলি পাড়ার অন্যতম হিট জুটির ছবি মুক্তি নিয়ে উন্মাদনা তুঙ্গে সিনেপ্রেমীদের মধ্যে। ইতিমধ্যেই ছবির গান এবং ট্রেলার সাড়া ফেলেছে। পুরোদমে প্রচারও সারছেন তাঁরা।