scorecardresearch
 

Bengal Global Business Summit: 'দেউচা পাঁচামিতে কী হয়েছে?' বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

বাণিজ্য সম্মেলনের ঠিক আগের দিন এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কথায়, 'বাংলার মানুষকে ঝকঝকে মিথ্যে পরিবেশন করা হবে।'

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • 'দেউচা পাঁচামিতে কী হয়েছে?'
  • শিল্পহীনতার মরুভূমিতে মরুদ্যান দেখানোর চেষ্টা
  • দুদিনব্যাপী চলবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

রাত পোহালেই শুরু হতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন (BGBS)। দেশ-বিদেশের শিল্পপতিদের এই সম্মেলনে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগ করতে চান, এমন শিল্পপতিরাও সম্মেলনে তাঁদের পরিকল্পনা ঘোষণা করবেন। বাণিজ্য সম্মেলনের ঠিক আগের দিন এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কথায়, 'বাংলার মানুষকে ঝকঝকে মিথ্যে পরিবেশন করা হবে।'

'দেউচা পাঁচামিতে কী হয়েছে?'

বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন (BGBS)-কে কটাক্ষ করে শুভেন্দু লিখলেন, 'BGBS সামিটে না থাকে বাণিজ্য, না থাকে গ্লোবাল। এটি শুধুমাত্র ঝকঝকে মিথ্যে বাংলা মানুষকে পরিবেশন করার একটি মঞ্চ। ১৫.৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে, প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৬ এডিশনে। বাস্তবে কী ঘটেছে? এত বিনিয়োগে বাংলার কত ছেলেমেয়ে চাকরি পেলেন? দয়া করে প্রকাশ করুন। আমি ওঁকে (মুখ্যমন্ত্রী) জিগ্গেস করতে চাই, দেউচা পাঁচামিতে কী ঘটেছে? যেখানে ২ লক্ষ চাকরির কথা ঘোষণা করা হয়েছিল। ওখানে কয়লা খনি থেকে ১ কিলো কয়লাও কি উত্তোলন করা হয়েছে? তাজপুরের বন্দরের কী খবর? ঘটা করে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।'

শিল্পহীনতার মরুভূমিতে মরুদ্যান দেখানোর চেষ্টা

এরপরেই মুখ্যমন্ত্রীর নাম করে শুভেন্দুর আক্রমণ, 'BGBS আসলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নয়। এটি আসলে দুদিনের মমতা-মেড-মিরাজ (মরীচিকা)। শিল্পহীনতার মরুভূমি বাংলায় মরুদ্যান দেখানোর চেষ্টা। বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা, অর্থনৈতিক বৃদ্ধি ঘটছে রাজ্যের। BGBS  হল নকল মউ স্বাক্ষর।'

Advertisement

দুদিনব্যাপী চলবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

আগামিকাল অর্থাত্‍, ২১ এবং ২২ নভেম্বর বসছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। রাজ্যে বিনিয়োগ আনার লক্ষ্যে সম্প্রতি স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহি মিলিয়ে তিন শহরে তিনটি বাণিজ্য সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আনুষ্ঠানিক সফর শুরু হয়েছিল ১৪ সেপ্টেম্বর স্পেনের মাদ্রিদ থেকে। শেষ হয় ২২ সেপ্টেম্বর দুবাইয়ে। ইতিমধ্যেই কোন কোন সংস্থা কোন কোন ক্ষেত্রে বাংলায় আসছে, তা-ও জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। 

Advertisement