ভাটপাড়ায় BJP নেতার ছায়াসঙ্গীকে মারধর, খুনের চেষ্টার অভিযোগবিজেপির যুব নেতার ছায়াসঙ্গীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় ওই আক্রান্তকে হাসপাতালে ভর্তি করানো হয়। লোহার রড, বাঁশ-লাঠি দিয়ে দুষ্কৃতীরা ওই বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ। ওই বিজেপি কর্মী আবার NIA-তদন্তের সাক্ষী। আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম দেব যাদব। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের পাল্টা দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
বিজেপি কর্মী দেব যাদব উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বিজেপির যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ছায়াসঙ্গী। ভাটাপাড়ায় দুস্কৃতিদের হাতে আক্রান্ত হন ওই বিজেপির কর্মী। লোহার রড, বাঁশ -লাঠি দিয়ে মারধর করা হয় দেব যাদব নামে ওই কর্মীকে। ওই বিজেপি কর্মীকে জানে শেষ করে দেওয়াই উদ্দেশ্য ছিল বলে অভিযোগ গেরুয়া শিবিরের। প্রিয়াংগু পান্ডের উপর বোমা গুলি ছোড়া কাণ্ডে NIA এর সাক্ষী হলেন এই দেব যাদব। সোমবার, ২৬ জানুয়ারি, বাড়ি ফেরার পথে তাঁকে ঘিরে মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর অবস্থায় তাঁর চিকিৎসা চলছে ব্যারাকপুরের এক নার্সিং হোমে।
তবে তৃণমূলের ভাটাপাড়ার সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান,এটা ছোটখাটো এলাকাগত ব্যাপার। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। অযথা বিজেপি বিষয়টিতে রাজনীতির রং লাগাচ্ছে।