বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারবিজেপির অঙ্গ, বঙ্গ, কলিঙ্গে পদ্মফুল ফোটানোর টার্গেট বহুদিনের। কলিঙ্গে অর্থার ওড়িশায় রয়েছে বিজেপির সরকার। এবার অঙ্গ অর্থাৎ বিহারও দখল করল বিজেপি। বাকি রইল পশ্চিমবঙ্গ। এবার পালা বঙ্গের, তাও এবার দখল হবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
‘অঙ্গ’ রাজ্যের অবস্থান ছিল বর্তমান বিহারের পূর্বাঞ্চল থেকে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তরাংশ জুড়ে ছড়িয়ে থাকা এক এলাকায়। বিহার নির্বাচন ২০২৫-এ বিপুল জয় এনে দেখাল এনডিএ। বাংলাতেও বিজেপির জয় নিয়ে আশাবাদী সুকান্ত। তিনি বলেন, "অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ বিজেপি দখল নেবে। কলিঙ্গ, অঙ্গে চলে এসেছে, এবার বঙ্গের পালা।"
সুকান্ত এও বলেন, "বিহার প্রমাণ করল যে ভারতের মানুষের জঙ্গলরাজ ও সুরাজ এই দুটির মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে। এই পার্থক্য কতটা প্রকট মানুষ সেটা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে। বিহারে জঙ্গলরাজ খতম হয়েছে। এবার বাংলার জঙ্গলরা বিজেপি শেষ করবে। বিহার দেখিয়েছে গণতন্ত্র কেমন হতে পারে। ভোটে হিংসা কেন থাকবে।"
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্যের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, 'এই হাল মমতারও হবে। নন্দীগ্রামে হেরেছিল, এবার ভবানীপুরেও হারবে। বাংলায় স্বচ্ছ নির্বাচন হলে তৃণমূল কখনও টিকে থাকতে পারত না।' শুভেন্দু আশা প্রকাশ করেছেন, জনগণ উন্নয়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, 'বিহার জয় পেয়েছি আমরা। এবার বাংলার পালা।' যদিও তৃণমূলের কুণাল ঘোষ এর পাল্টা জবাবে দাবি করেছেন, বাংলা ও বিহারের সমীকরণ আলাদা।
উল্লেখ্য, এনডিএ জোটের কাছে প্রায় ধুয়েমুছে সাফ বিরোধীরা। বিহারের ভোটের ফলের ট্রেন্ডে ধারেকাছে নেই মহাগঠবন্ধন।