Nadia Bike Accident: সরস্বতী পুজো দেখে ফেরার পথে মৃত ৪, নদিয়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা

সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার কানাইখালীতে। পুলিশ সূত্রে খবর, একই মোটর বাইকে করে চারজন বাড়ি ফিরছিলেন। সেই সময় কানাইখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে বাইকটি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

Advertisement
সরস্বতী পুজো দেখে ফেরার পথে মৃত ৪, নদিয়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনাপ্রতীকী ছবি

সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার কানাইখালীতে। পুলিশ সূত্রে খবর, একই মোটর বাইকে করে চারজন বাড়ি ফিরছিলেন। সেই সময় কানাইখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে বাইকটি। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

চারজন আহত হলে প্রথমে তাদের স্থানীয় নাজিরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে দু'জনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। অন্য দু'জনের স্বাস্থ্যের অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। শক্তিনগর হাসপাতালে অন্য দু'জনও মারা যায়। মৃত চারজনের নাম সুমন মণ্ডল, তন্ময় বিশ্বাস, দীপ মণ্ডল এবং মনীষ বিশ্বাস। তাঁদের বাড়ি নদিয়ার তেহট্টের আসতুল্লানগরে।

সরস্বতী পুজোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ চারজনের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত হবে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, চারজন বাইকে চেপে করিমপুরে সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাইকটি ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দা ও তেহট্ট থানার পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

POST A COMMENT
Advertisement