Chinese Manja: খড়দায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে চিনা মাঞ্জার মরণফাঁদ, প্রাণ গেল প্রাক্তন সেনাকর্মীর

ফের চিনা মাঞ্জায় 'মরণফাঁদ'। বিশ্বকর্মা পুজোর দিন চিনা মাঞ্জার কবলে প্রাণ হারালেন প্রাক্তন সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর আনন্দের মাঝে মর্মান্তিক পরিণতি। মৃত ব্যক্তির নাম গৌতম ঘোষ। তাঁর বয়স ৫৫ বছর।

Advertisement
খড়দায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে চিনা মাঞ্জার মরণফাঁদ, প্রাণ গেল প্রাক্তন সেনাকর্মীরমাঞ্জা (ছবি: PTI)

ফের চিনা মাঞ্জায় 'মরণফাঁদ'। বিশ্বকর্মা পুজোর দিন চিনা মাঞ্জার কবলে প্রাণ হারালেন প্রাক্তন সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর আনন্দের মাঝে মর্মান্তিক পরিণতি। মৃত ব্যক্তির নাম গৌতম ঘোষ। তাঁর বয়স ৫৫ বছর।

কল্যাণী হাইওয়েতে বাইকে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন ওই প্রাক্তন সেনাকর্মী। আচমকা উড়ে আসা চিনা মাঞ্জার সুতো গলায় জড়িয়ে যায়। গলা কেটে যাওয়ায় বাইক সহ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বন্দিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকেএয়ারপোর্টের দিকে তিনি যাচ্ছিলেন। খড়দার কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। প্রাক্তন সেনাকর্মী অবসরের পর নিরাপত্তা সংক্রান্ত কাজ করতেন। মৃত্যুর পর তাঁর দেহ কলকাতার কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

প্রতি বছর চিনা মাঞ্জায় বাইক আরোহীরা প্রাণ হারান। চিনা মাঞ্জা বিক্রিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ঘটনা বারংবার ঘটছে।

যেকোনও চিনা মাঞ্জা কাঁচ ও আঠা মিশিয়ে তৈরি হয়। এতে কাঁচের গুঁড়ো এত বেশি পরিমাণে থাকে যে মাঞ্জার ধার আরও বেড়ে যায়। ফলত অসাবধান হলেই প্রাণঘাতী হতে পারে এই মাঞ্জায়।
 

POST A COMMENT
Advertisement