scorecardresearch
 

Birbhum : পাড়ুইয়ে শিশুপুত্র-সহ বিষ খেয়ে আত্মঘাতী দম্পতি, চাঞ্চল্য

বিষ খেয়ে আত্মহত্যা একই পরিবারের ৩ জনের। ঘটনা বীরভূম জেলার পাড়ুইয়ের মহুলা গ্রামের। মৃতদের মধ্যে রয়েছে দম্পতি ও তাঁদের শিশুপুত্র। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম প্রশান্ত পাত্র ও তৃপ্তি পাত্র ও দীপ। শিশুপুত্র দীপকে তার মায়ের কাছেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিষ খেয়ে আত্মহত্যা একই পরিবারের ৩ জনের।
  • ঘটনা বীরভূম জেলার পাড়ুইয়ের মহুলা গ্রামের
  • মৃতদের মধ্যে রয়েছে দম্পতি ও তাঁদের শিশুপুত্র

বিষ খেয়ে আত্মহত্যা একই পরিবারের ৩ জনের। ঘটনা বীরভূম জেলার পাড়ুইয়ের মহুলা গ্রামের। মৃতদের মধ্যে রয়েছে দম্পতি ও তাঁদের শিশুপুত্র। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম প্রশান্ত পাত্র ও তৃপ্তি পাত্র ও দীপ। শিশুপুত্র দীপকে তার মায়ের কাছেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে সেই শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী হয় দম্পতি। মৃতদেহগুলির কাছ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। পুলিশ সূত্রে খবর, সেই সুইসাইড নোটে ৭ জনের নাম রয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। 

আরও পড়ুন : পুরনো বোতল দিলে তবেই নতুন বিয়ার, নয়া নিয়মে বিপাকে পান-রসিকরা

গোটা ঘটনাটা কী ? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রশান্ত পাত্রর সঙ্গে বিয়ে হয়েছিল তৃপ্তিদেবীর। তাঁদের পুত্র সন্তানের নাম দীপ। তবে সংসারে অশান্তি হত প্রায়। তৃপ্তিদেবীর মায়ের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছেন প্রশান্ত পাত্রর মা। স্থানীয় বাসিন্দাদের একাংশেরও দাবি, তৃপ্তিদেবীর সঙ্গে বনিবনা ছিল না তাঁর শাশুড়ির। তা নিয়ে প্রায় অশান্তি লেগেই থাকত। প্রশান্ত পাত্রের মা মানসিকভাবে  নির্যাতন করতেন বলেও অভিযোগ। 

পুলিশ সূত্রে খবর, এই আত্মহত্যার পিছনে পারিবারিক অশান্তি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শিশুপুত্রকে বিষ খাইয়ে তারপর নিজেরাও আত্মঘাতী হন ওই দম্পতি। 

গতকাল মাঝরাতে বাড়ি থেকে ওই তিনজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তৃপ্তিদেবী ও দীপকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রশান্তবাবু তখন বেঁচে থাকলেও পরে মারা যান।   

Advertisement