scorecardresearch
 

Margram Bomb Blast: মামারবাড়িতে বল ভেবে বোমা তুলেছিল, মৃত্যু বীরভূমের সেই শিশুর

আরও একবার বোমা-বারুদের আস্ফালনে অকালে ঝড়ে গেল শৈশব। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের একের পর এক জায়গা থেকে আসছে বোমা উদ্ধারের খবর। এর মাঝেই মাড়গ্রামের একডালা গ্রামে বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল ৮ বছরের এক বালক। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আজ ভোরে তার মৃত্যু হল।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • মামার বাড়িতে ঘুরতে এসে বল ভেবে বোমায় হাত
  • মারাই গেল অগ্নিদগ্ধ শিশুটি

আরও একবার বোমা-বারুদের আস্ফালনে অকালে ঝড়ে গেল  শৈশব। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের একের পর এক জায়গা থেকে আসছে বোমা উদ্ধারের খবর। এর মাঝেই মাড়গ্রামের একডালা গ্রামে বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল ৮ বছরের এক বালক। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আজ ভোরে তার মৃত্যু হল। 

প্রসঙ্গত বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামারবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই। দুজনেরই বয়স ৮ বছর। মামার বাড়িতে মজুত থাকা বোমা ফেটে আহত হয় দুজনেই। শুক্রবার ঘটনাটি ঘটে। আহত দুই শিশুকে প্রথমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আনা হয় এবং পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাদের মধ্যেই একজনের মৃত্যু হল আজ সকালে। অন্যজনের অবস্থাও সঙ্কটজনক। এই জনায় ওই শিশুটির দাদু জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ। 

শুক্রবার দুপুরের দিকে ওই দুই শিশু তার দাদুর পরিত্যক্ত একটি বাড়ির চিলেকোঠায় যায়। সেখানে বোমাকে বল ভেবে খেলতে গেলেই বিস্ফোরণ ঘটে। তখনই দুই শিশু আহত হয়। আহত দুই শিশুর মধ্যে একজনের নাম রোহন শেখ, দ্বিতীয়জনের নাম সোহন শেখ। সম্পর্কে তারা দু'জন মাসতুতো ভাই। ঘটনার পর আহত দুই শিশুর দাদু জামিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বোমা মজুত রাখার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি প্রশ্ন উঠছে কীভাবে এমন ঘটনা ঘটল?

 
 

 

 

Advertisement