Birbhum Rail Blockade: বীরভূমে মুরারইতে অবরোধ নিত্যযাত্রীদের, আটকে বন্দে ভারত সহ একাধিক ট্রেন

অবরোধকারীদের দাবি, করোনার সময়ে মুররাই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ বন্ধ করে দেয় রেল। কোভিড গিয়েছে। কিন্তু এখনও সেই 'সাময়িক' ব্যবস্থাতে কোনও বদল আসেনি। এখনও বহু ট্রেন মুররাই স্টেশনে দাঁড়াচ্ছে না। এর ফলে ভোগান্তি বেড়েছে নিত্যযাত্রীদের।

Advertisement
বীরভূমে মুরারইতে অবরোধ নিত্যযাত্রীদের, আটকে বন্দে ভারত সহ একাধিক ট্রেনমুরারই স্টেশনে অবরোধ, দাঁড়িয়ে বন্দে ভারত
হাইলাইটস
  • মুররাই নাগরিক কমিটি নামক সংগঠনের অবরোধের ফলে একাধিক দূরপাল্লার ট্রেনে আটকে পড়েছে। মুরারই স্টেশনে আটকে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার।
  • অবরোধকারীদের দাবি, করোনার সময়ে মুররাই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ বন্ধ করে দেয় রেল। কোভিড গিয়েছে। কিন্তু এখনও সেই 'সাময়িক' ব্যবস্থাতে কোনও বদল আসেনি।
  • এই অবস্থার সংশোধনে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি করেছে বীরভূমের নিত্যযাত্রীদের সংগঠন মুররাই নাগরিক কমিটি।

Birbhum Rail Blockde: আরও স্টপেজ বাড়াতে হবে। এই দাবিতে রবিবার অবরোধে বসলেন বীরভূমের মুরারইয়ের নিত্যযাত্রীরা। মুররাই নাগরিক কমিটি নামক সংগঠনের অবরোধের ফলে একাধিক দূরপাল্লার ট্রেনে আটকে পড়েছে। মুরারই স্টেশনে আটকে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার। অন্য়দিকে নলহাটি স্টেশনে আটকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat)। 

কী দাবি অবরোধকারীদের?
অবরোধকারীদের দাবি, করোনার সময়ে মুররাই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ বন্ধ করে দেয় রেল। কোভিড গিয়েছে। কিন্তু এখনও সেই 'সাময়িক' ব্যবস্থাতে কোনও বদল আসেনি। এখনও বহু ট্রেন মুররাই স্টেশনে দাঁড়াচ্ছে না। এর ফলে ভোগান্তি বেড়েছে নিত্যযাত্রীদের।

মুরারই স্টেশনের প্যানেল রুমে বিক্ষোভকারীদের নিয়ে প্রবেশ করেন স্থানীয় তৃণমূল নেত্রী ফাল্গুনি সিনহা। কর্তব্যরত রেলকর্মীদের বের করে দেন। এরপর রেলের প্যানেল রুম দখল করে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিষয়ে রেলের দৃষ্টি আকর্ষণের দাবি করেন। ফাল্গুনী সিনহা মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য। 

এই অবস্থার সংশোধনে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি করেছে বীরভূমের নিত্যযাত্রীদের সংগঠন মুররাই নাগরিক কমিটি।

এখনও পর্যন্ত যদিও এই বিষয়ে রেলের কোনও বিবৃতি মেলেনি। 

তবে অবরোধ তোলার জন্য রেলপুলিশের একটি বিশাল বাহিনী মুররাই স্টেশনে পৌঁছেছে। নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। তবে নিজেদের দাবিতে অনড় অবরোধকারীরা। তাঁদের কথায়, মুররাই স্টেশনে করোনার আগের সময়ের মতো বেশি বেশি স্টপেজ দেওয়ার দাবি মানতে হবে। নয় তো অবরোধ তুলতে নারাজ তাঁরা।

এদিকে এই অবরোধের জেরে সমস্যায় পড়েছেন দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। রবিবার, ছুটির দিনে দূরে বেড়াতে, কর্মসূত্রে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎ মাঝপথে এভাবে ট্রেন থমকে থাকায় দুশ্চিন্তায় তাঁরা। 

TAGS:
POST A COMMENT
Advertisement