পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ল। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) জানিয়েছে রাজ্যে ৪ বছর বয়সী এক শিশুর দেহে H9N2 ভাইরাস মিলেছে। বহু বছর পর এই প্রথম ফের বার্ড ফ্লুতে মানুষের সংক্রমণ ধরা পড়ল।
ফেব্রুয়ারিতে একটানা গুরুতর শ্বাসকষ্ট, ভীষণ জ্বর এবং পেটে ব্যথায় কাহিল হয়ে পড়েছিল ৪ বছরের একরত্তি শিশু। পরিস্থিতি এমনই হয় যে তাকে স্থানীয় হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) ভর্তি করতে হয়। প্রায় ৩ মাস পরে রোগ ধরা পড়ে। আসলে বার্ড ফ্লু-এর কেস সচরাচর না আসায় প্রথমে এটা ভাবতেই পারেননি চিকিৎসকরা। তবে শেষ পর্যন্ত বার্ড ফ্লু শনাক্ত হতেই দ্রুত সেই মতো চিকিৎসা করা হয়। তারপর সে সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছে বলে জানিয়েছে WHO।
রোগীর বাড়িতে এবং তার আশেপাশে হাঁস-মুরগি ছিল বলে জানা গিয়েছে। সম্ভবত সেখান থেকেই সে সংক্রামিত হয়েছিল। তবে তার পরিবার এবং অন্যান্য পরিচিতিদের কারও শ্বাসকষ্টজনিত অসুস্থতা হয়নি।
শিশুটিকে কোনও টিকা দেওয়া হয়েছিল কিনা, কিংবা ঠিক কোন অ্যান্টিভাইরাল চিকিত্সার করা হয়েছে, তার বিশদ বিবরণ মেলেনি বলে জানিয়েছে WHO।
ভারতে ২০১৯ সালের পর থেকে এটিই মানবদেহে H9N2 বার্ড ফ্লুর ২ নম্বর কেস। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
H9N2 ভাইরাসে সাধারণত হালকা অসুস্থতা, জ্বর, শ্বাসকষ্ট ও পেটে ব্যথা হয়। তাই WHO-এর বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন ক্ষেত্রে হয় তো বিচ্ছিন্নভাবে H9N2 সংক্রমণ হয়ে থাকলেও তা জানা যায়নি। বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পোল্ট্রি এলাকায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বেশ কমন বলা যেতে পারে।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।