Biswa Bangla Sharod Samman 2025: কোন কোন পুজো পেল বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫? দেখে নিন সেরার সেরা তালিকা

দুর্গাপুজোয় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার সেরার সেরা পুজো কমিটিগুলিকে পুরস্কার দেয় রাজ্য সরকার। প্রতি বছরের মতো এবারও আয়োজন করছে ‘বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫’। সেরার সেরা কমিটি, সেরা শিল্পকলা, সেরা থিম, সেরা সামাজিক বার্তার পুরস্কার প্রদান করা হয়।

Advertisement
কোন কোন পুজো পেল বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫? দেখে নিন সেরার সেরা তালিকাদুর্গাপুজো ২০২৫

দুর্গাপুজোয় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার সেরার সেরা পুজো কমিটিগুলিকে পুরস্কার দেয় রাজ্য সরকার। প্রতি বছরের মতো এবারও আয়োজন করছে ‘বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫’। সেরার সেরা কমিটি, সেরা শিল্পকলা, সেরা থিম, সেরা সামাজিক বার্তার পুরস্কার প্রদান করা হয়।

২০১৩ সাল থেকে এই পুরস্কার প্রদান করছে রাজ্য সরকার। এবার সেরার তালিকায় আছে সেরার সেরা- ২৪টি, সেরা সাবেকি- ১২টি, সেরা মণ্ডপ- ১৩টি, সেরা প্রতিমা-৭টি, সেরা ভাবনা-১৭টি, সেরা পরিবেশবান্ধব-১৪টি, বিশেষ পুরস্কার-২৬টি ও বিশ্ব বালা পুজোর সেরা অ্যালবাম-১টি পুজো পাবে এই পুরস্কার। কলকাতা, হাওড়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট ১১৪টি পুজো কমিটি এই সম্মান পাবে। 

মেয়র ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ মন্ত্রী অরূপ বিশ্বাস, শ্রীভূমি স্পোর্টিং মন্ত্রী সুজিত বসু, বালিগঞ্জ কালচারাল অ্যাসোশিয়েশন, টালা প্রত্যয়ের মতো বড় পুজোগুলি রয়েছে। সাবেকি পুজোর পুরস্কারের তালিকায় আছে বাগবাজার সার্বজনীন ও অন্যান্য। 

কোন কোন পুজো কমিটি, কী কী সম্মান পেল পুরো তালিকা দেখে নিন-

 

 

POST A COMMENT
Advertisement