বিজেপি কর্মীকে ছাদ থেকে ফেলে দিল TMCছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে এক মহিলা বিজেপি কর্মীকে। কাজটা করেছে তৃণমূলের গুন্ডারা। এমনটাই দাবি করল বঙ্গ বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে।
সেই পোস্টে বিজেপি দাবি করছে, 'ছাদ থেকে বিজেপি কর্মীকে ঠেলে ফেলে দিচ্ছে তৃণমূলের গুন্ডারা। রায়দীঘির দেবীপুরে (তেঁতুলবেরিয়া বুথ) এক বিজেপি কর্মী তার জমিতে অবৈধ পার্টি অফিস তৈরির প্রতিবাদ করেছিল। এই কারণে তারা (তৃণমূল) তাকে আক্রমণ করে এবং ছাদ থেকে ফেলে দেয়। এরপরও মমতা বাঙালির কাছ থেকে ভোট চাইবে। এখন সময় এসেছে এই আতঙ্কের পরিবেশকে রাজ্য থেকে উপড়ে ফেলার।'
ভিড়িওতে কী দেখা যাচ্ছে?
এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ন্যাড়া ছাদে কয়েকজন পুরুষ এবং একটি মহিলাকে। তাদের মধ্যে থেকে একজন পুরুষ সেই মহিলাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। সেখানেই শেষ হয়ে যায় ভিডিওটি। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা.আজতক.ইন।
তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি
এই ঘটনা সামনে আসার পরই সেটা নিয়ে হইচই শুরু করছে রাজ্য বিজেপি। তাদের রক্ষ থেকে করা হয়েছে এক্স পোস্ট। সেখানে তৃণমূলকে তুলোধনা করা হয়েছে। শুধু তাই নয়, আক্রমণ করা হয়েছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আর এই পোস্টটিতে ইতিমধ্যেই কমেন্ট এবং লাইকে ভরে গিয়েছে। হচ্ছে শেয়ারও।
তৃণমূলের পক্ষ থেকে কিছু জানান হয়নি
এখনও পর্যন্ত এই ভিডিও নিয়ে কিছুই জানায়নি তৃণমূল। তাদের কোনও মুখপাত্রই এই নিয়ে মুখ খোলেননি বলেই খবর। এখন দেখার পরে তাদের পক্ষ থেকে কোনও বার্তা আসে কি না।
আক্রমণের মুখে মমতা
এসআইআর নিয়ে কেন্দ্রের বিরোধীতা করে গিয়েছেন তৃণমূল। এমনকী বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে চিঠি লিখে এই প্রক্রিয়া বন্ধ করার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে বিএলও মৃত্যুর জন্যও কমিশনকে দায়ী করেন তিনি।
যদিও তৃণমূলের এই অভিযোগ মানতে চায়নি বিজেপি। বরং তাদের পক্ষ থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ানো হয়েছে। শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি পাল্টা কমিশনকে ঠিকঠাক প্রক্রিয়া চালানোর কথা বলে। পাশাপাশি আক্রমণ করেন তৃণমূল এবং মমতাকে।
আর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাম না করেই মমতাকে এই নিয়ে আক্রমণ করেন। তিনি বলেন, কিছু মানুষ অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। তাদের বাঁচাতে করা হচ্ছে পদযাত্রা।