TMC Raj Ghat Protest: ১০০ দিনের টাকা আটকানোর অভিযোগে দিল্লিতে বিক্ষোভ TMC-র, 'টাকা নয়ছয়', বলছেন শুভেন্দু

TMC Raj Ghat Protest: সোমবার বঙ্গ বিজেপি নেতারা কেন্দ্রের বরাদ্দ এমজিএনআরইজিএ তহবিল থেকে রাজ্য সরকারের খরচের হিসাব চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে, একই দিনে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের আটকে রাখা পশ্চিমবঙ্গের তহবিল মুক্তির দাবিতে দিল্লিতে দলীয় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

Advertisement
১০০ দিনের টাকা আটকানোর অভিযোগে দিল্লিতে বিক্ষোভ TMC-র, 'টাকা নয়ছয়', বলছেন শুভেন্দু১০০ দিনের কাজের টাকা বন্ধের অভিযোগে দিল্লিতে বিক্ষোভ TMC-র, পাল্টা আক্রমণ শুভেন্দুর।
হাইলাইটস
  • সোমবার বঙ্গ বিজেপি নেতারা কেন্দ্রের বরাদ্দ এমজিএনআরইজিএ তহবিল থেকে রাজ্য সরকারের খরচের হিসাব চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
  • একই দিনে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের আটকে রাখা পশ্চিমবঙ্গের তহবিল মুক্তির দাবিতে দিল্লিতে দলীয় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

TMC Raj Ghat Protest: সোমবার বঙ্গ বিজেপি নেতারা কেন্দ্রের বরাদ্দ এমজিএনআরইজিএ তহবিল থেকে রাজ্য সরকারের খরচের হিসাব চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে, একই দিনে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের আটকে রাখা পশ্চিমবঙ্গের তহবিল মুক্তির দাবিতে দিল্লিতে দলীয় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, কেন্দ্রের NREGA তহবিল রাজ্য সরকারের খরচের ক্ষেত্রে ‘বিশাল কেলেঙ্কারি’ উন্মোচিত হয়েছে। তিনি বলেন, “তাই আমি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সিবিআই তদন্ত শুরু করতে বলছি।”

এদিকে, দিল্লির রাজ ঘাটে বাংলার তহবিল অন্যায় ভাবে আটকে রাখার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতা ও মহিলাদের উপর দিল্লি পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছে বাংলার শাসকদল। টিএমসি দাবি করেছে যে তাদের নেতা ও মহিলাদের রাজ ঘাটে দিল্লি পুলিশ হেনস্থা করেছে। দিল্লিতে ওই বিক্ষোভে অংশ নেও এ রাজ্যের শাসকদলের নেতা-নেত্রীদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন রাজ ঘাটে তাদের নেতা এবং মহিলাদের হেনস্থা করেছে দিল্লি পুলিশ। সাংসদ সাকেত গোখলেকে পুলিশ কর্মীরা ধাক্কা দিয়েছেন বলে দেখা গিয়েছে। 

এদিকে, রাজঘাটে তৃণমূলের ওই বিক্ষোভ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য বিজেপির অভিযোগ, এনআরইজিএ তহবিল ব্যবহারে বাংলার শাসকদলের অনিয়মের অসংখ্য ঘটনার প্রেক্ষিতে এই তহবিল স্থগিত করেছে কেন্দ্র। এর আগে কেন্দ্র একাধিকবার সতর্ক করা সত্ত্বেও রাজ্য সরকার কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ বঙ্গ বিজেপির।

POST A COMMENT
Advertisement