Dilip Ghosh: 'নিজের দল করে নির্বাচনে লড়ুন', হুমায়ুনকে পরামর্শ দিলীপের

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণে আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবীর। আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনও হয়ে গেল। শিলান্যাসের জন্য নিজেদের বাড়ি থেকে মাথায় করে ইট নিয়ে আসেন হাজার হাজার মানুষ। এদিন হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে মুখ খোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Advertisement
'নিজের দল করে নির্বাচনে লড়ুন', হুমায়ুনকে পরামর্শ দিলীপেরহুমায়ুন কবীরকে পরামর্শ দিলীপ ঘোষের

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণে আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবীর। আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনও হয়ে গেল। শিলান্যাসের জন্য নিজেদের বাড়ি থেকে মাথায় করে ইট নিয়ে আসেন হাজার হাজার মানুষ। এদিন হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে মুখ খোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বিজেপির নিশানা তৃণমূল কংগ্রেস
দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, "হুমায়ুন কবীর ইতিমধ্যেই বেশ কয়েকটি দলে যোগ দিয়েছেন। তিনি যদি রাজনীতিতে আসতে চান, তাহলে তাঁর উচিত নতুন দল গঠন করা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। মুসলিমদের জন্য ভালো কাজ করা। তাঁদের মুক্তির কথা ভাবা উচিত। কিন্তু ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য এমন পদক্ষেপ নেওয়া ঠিক নয়।"

দিলীপ আরও দাবি করেন, হুমায়ুন কবিরের মতো নেতারা তাদের নিজস্ব রাজনৈতিক অ্যাজেন্ডা এগিয়ে নিতে এবং মুসলিম ভোট ব্যাঙ্ককে আকর্ষণ করতে এই পদক্ষেপ নিচ্ছেন। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে।

বাবরি মসজিদ ভুলে যাওয়া উচিত: বিজেপি
রাম মন্দিরের কথা উল্লেখ করে দিলীপ বলেন, এখন রাম মন্দির নির্মিত হয়ে গেছে। বাবরি মসজিদ ভুলে যাওয়া উচিত। 

হুমায়ুনের বাবরি মসজিদ স্থাপন চলমান রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। যদিও হুমায়ুন কবীর বারবার বলেন, এই অনুষ্ঠান প্রশাসনের অনুমতি এবং সহযোগিতায় হচ্ছে, তবুও এই বিষয়টি নিয়ে এলাকার রাজনৈতিক উত্তাপ বর্তমানে তুঙ্গে। এর ছবিও সামনে এসেছে। তিনি আরও জানিয়েছেন, জেলা প্রশাসনের কাছ থেকে তিনি পূর্ণ সমর্থন পেয়েছেন। অনুষ্ঠান আয়োজনে সহায়তার জন্য তিনি মুর্শিদাবাদ পুলিশ এবং রাজ্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

POST A COMMENT
Advertisement