Sandeshkhali Case: সন্দেশখালির পথে বাধা, রাস্তায় বসে বিক্ষোভ BJP প্রতিনিধিদের, পরিস্থিতি তপ্ত

সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালি যেতে বাধা দিল পুলিশ। ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল তৈরি করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। শুক্রবার সন্দেশখালি রওনা দেয় বিজেপির দল। রামপুরে বিজেপির দলকে আটকানো হয়।

Advertisement
সন্দেশখালির পথে বাধা, রাস্তায় বসে বিক্ষোভ BJP প্রতিনিধিদের, পরিস্থিতি তপ্তসন্দেশখালি যেতে বিজেপির দলকে বাধা পুলিশের।
হাইলাইটস
  • বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালি যেতে বাধা দিল পুলিশ।
  • ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল তৈরি করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা।
  • রাস্তায় বসে পড়েন বিজেপির প্রতিনিধিরা। 

সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালি যেতে বাধা দিল পুলিশ। ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল তৈরি করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। শুক্রবার সন্দেশখালি রওনা দেয় বিজেপির দল। রামপুরে বিজেপির দলকে আটকানো হয়। পুলিশের সঙ্গে বচসা বাধে প্রতিনিধি দলের। পরে রাস্তায় বসে পড়েন বিজেপির প্রতিনিধিরা। 

প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অগ্নিমিত্রা বলেছেন, 'শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ভাই। আপনার সরকার মহিলা বিরোধী। আপনি আমাদের জন্য কলঙ্ক।'

শেখ শাহজাহান এখনও গ্রেফতার নয় কেন, এই নিয়ে সরব হয়েছে বিজেপির কেন্দ্রীয় দল। বিজেপির দলের বক্তব্য, 'বাংলায় মা,বোনেদের সম্মান নেই। শাহজাহানের মতো নেতারা লুট করছেন।'বিজেপির প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর নাম মমতা। অথচ, তাঁর দলের গুন্ডা শাহজাহান নারীদের উপর অত্যাচারে অভিযুক্ত।...বিজেপি কর্মীদের নামে ভুয়ো মামলা দায়ের করা হয়েছে। তৃণমূলের গুন্ডাদের আড়াল করছে পুলিশ।'

সন্দেশখালিকাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা সিট অথবা সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। মামলাটি দায়ের করেছেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। 


সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় বাজেট বক্তৃতায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে উত্তেজনার জন্য় গেরুয়া বাহিনীকেই দুষেছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, '১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, ধরা পড়েছে। বিজেপির কর্মী। একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। আগে টার্গেট শেখ শাহজাহান...কারও ক্ষোভ থাকতে পারে। সরকার পদক্ষেপ করবে...সন্দেশখালিতে আরএসএশের বাসা রয়েছে।'

গত ৫ জানুয়ারি সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তপ্ত উত্তর ২৪ পরগনার ওই এলাকা। সম্প্রতি শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান-ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। তারপর থেকেই নতুন করে তেতে রয়েছে সন্দেশখালি। গ্রেফতার করা হয়েছে উত্তম, বিজেপি নেতা বিকাশ সিংহকে। ধৃত প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। শেখ শাহজাহান এখনও অধরা। এত দিন পরও তাঁকে কেন গ্রেফতার করা হল না, এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী নেতারা। 

Advertisement

POST A COMMENT
Advertisement