অ্যাডেনো ভাইরাসজনিত (Adenovirus) পরিস্থিতির প্রেক্ষিতে বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির দাবিতে বিক্ষোভ বিজেপি বিধায়কের। যদি স্বাস্থ্যমন্ত্রী না দেন, তাহলে কমপক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়। যদিও যেহেতু ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিবৃতি দেওয়ার আর তার প্রয়োজন নেই বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তারপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।
বিজেপির অভিযোগ রাজ্যের স্বাস্থ্যে ব্যবস্থা ভেঙে পড়েছে। এই প্রসঙ্গে এক বিজেপি বিধায়ক (BJP MLA) বলেন, অ্যাডেনো ভাইরাসে শিশু মৃত্যুর বিষয়টা শুধুমাত্র উদ্বেগজনক নয়।, এটি সারা রাজ্যের মানুষকে আতঙ্কিত করেছে। তাই এইরকম সময় এটি নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু দুর্ভাগ্যবশত মুখ্যমন্ত্রী বিধানসভার অন্দরে যে বিবৃতি দিয়েছিলেন তা আড়াল করা বিবৃতি। কো-মর্বিডিটির উল্লেখ করে তিনি একটি দায়সারা বিবৃতি দিয়েছে। এককথায় বলতে গেলে অ্যাডেনো নিয়ে কার্যত পৃথক বিবৃতিরই দাবি জানায় বিজেপি।
প্রসঙ্গত, রাজ্যে শিশুদের মৃত্যু মিছিল অব্যাহত। বুধবার সন্ধ্যাতেও বি সি রায় শিশু হাসপাতালে (B C Roy Hospital) মৃত্যু হয় এক শিশুর। মৃত ১৪ মাসের ওই শিশুর নাম রিজওয়ান খান। চিকিৎসকেরা জানান, নিউমোনিয়া হয়েছিল রিজওয়ানের। বুধবার সন্ধ্যায় হার্ট ব্লক হয়। তারপরেই মৃত্যু হয় ওই তার। হুগলির চন্দননগর থেকে ওই শিশুকে রেফার করা হয়েছিল গত শুক্রবার। বি সি রায় শিশু হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। বুধবার শিশুটিকে রক্ত দেওয়ার কথা ছিল। তবে রক্ত দেওয়ার আগেই মৃত্যু হয় তার। সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে ওই শিশুর হার্ট ব্লক হয়েছে বলে জানানো হয়। তারপর ৭ টা ৪৪ মিনিটে মৃত্যু হয় শিশুটির। অন্যদিকে এদিনই কলকাতা মেডিক্যাল কলেজেও (Kolkata Medical College) মৃত্যু হয় আরও এক শিশুর। ওই শিশুটি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি ছিল বলে জানা গিয়েছে। প্রসঙ্গত বিগত ২ মাসে রাজ্যে ১২৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছ। যদিও এই পরিসংখ্যান বেসকরকারি তথ্য অনুযায়ী।
আরও পড়ুন - কেরিয়ার থেকে পরিবার, ৪ রাশির মুখে হাসি ফোটাবে চৈত্র মাস