TMC MPs Fight: তৃণমূলের দুই সাংসদের সে কী ঝগড়া! WhatsApp স্ক্রিনশট তুলে দাবি BJP-র

তৃণমূলের সংসদীয় দলে কোন্দলের ঘটনা প্রকাশ্যে এল। দুই তৃণমূল সাংসদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্স হ্যান্ডলে তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট তুলে ধরেছেন অমিত। সেখানে দেখা গিয়েছে, তৃণমূলের দুই সাংসদের মধ্য কথা কাটাকাটি হচ্ছে। যদিও ওই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।

Advertisement
তৃণমূলের দুই সাংসদের সে কী ঝগড়া! WhatsApp স্ক্রিনশট তুলে দাবি BJP-রতৃণমূলের দলীয় পতাকা।
হাইলাইটস
  • তৃণমূলের সংসদীয় দলে কোন্দলের ঘটনা প্রকাশ্যে এল।
  • দুই তৃণমূল সাংসদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য।
  • এক্স হ্যান্ডলে তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট তুলে ধরেছেন অমিত।

তৃণমূলের সংসদীয় দলে কোন্দলের ঘটনা প্রকাশ্যে এল। দুই তৃণমূল সাংসদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্স হ্যান্ডলে তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট তুলে ধরেছেন অমিত। সেখানে দেখা গিয়েছে, তৃণমূলের দুই সাংসদের মধ্য কথা কাটাকাটি হচ্ছে। যদিও ওই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।

ঠিক কী ঘটেছে? 

এক্স হ্যান্ডলে অমিত লিখেছেন, 'গত ৪ এপ্রিল নির্বাচন কমিশনের দফতরে দুই তৃণমূল সাংসদের মধ্যে বিবাদ বাধে। স্মারকলিপি জমা দিতে কমিশনে গিয়েছিলেন সাংসদরা। মনে হচ্ছে, কমিশনের কাছে যাওয়ার আগে স্মারকলিপিতে সই করার জন্য সংসদে অফিসে সাংসদদের জড়ো হওয়ার নির্দেশ দিয়েছিল দল। স্মারকলিপি নিয়ে যাওয়া একজন সাংসদ সংসদীয় দলের সঙ্গে সেই সাক্ষাৎ এড়িয়ে সরাসরি কমিশনে গিয়েছিলেন। যার জেরে রেগে যান অন্য সাংসদ। কমিশনে মুখোমুখি হলে দুই সাংসদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি এমন হয় যে, এক জন সাংসদ সেখানে থাকা পুলিশ কর্মীদের হস্তক্ষেপ করতে বলেন।'

এরপর অমিত লিখেছেন, 'ঘটনার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়...কিন্তু এতেও ঝগড়া থামেনি। 'AITC MP 2024' হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।' হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই স্ক্রিনশট শেয়ার করেছেন মালব্য। 

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি। 
 

POST A COMMENT
Advertisement