গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’। প্রথমবার দেবের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। ছবিটি শহরের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, সরকারি সিনেমা হল ‘নন্দন’-এ জায়গা পায়নি। যা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। এর মাঝেই ইকো পার্কে অরিজিৎ সিংয়ের গানের জলসা বাতিল হওয়ার খবর সামনে এসেছে। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।
কী বললেন দিলীপ?
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখানে ইকো পার্কে অরিজিৎ সিং-এর শো বাতিন করা নিয়ে প্রশ্ন করা বলে দিলীপবাবু বলেন, “বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।”
অরিজিৎ রাজনীতির শিকার, এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে পোস্টও করে ফেলেছে বঙ্গ বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, কলকাতা ফিল্ম ফেসটিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং মুখ্যমন্ত্রীর সামনে রং দে তু মোহে গেরুয়া গেয়েছিলেন। তার জেরেই রেগে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর তাই অরিজিতের মতো জনপ্রিয় শিল্পী কলকাতায় অনুষ্ঠান করার সুযোগ পেলেন না। চূড়ান্ত অসহিষ্ণুতা। যা নিয়ে ট্যুইট করেছেন বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁও।
Why has Arijit Singh's show at Eco Park been cancelled by WB Govt body HIDCO,?
The result of Arijit humming "Rang de tu mohe Gerua" in front of Her Excellency at KIFF? Intolerance scales new heights.— Dr.Indranil Khan ডাঃ ইন্দ্রনীল খাঁন (@IndranilKhan) December 28, 2022Advertisement
যদিও অরিজিৎ সিং-এর অনুষ্ঠান বাতিল করা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, জি-২০ ইভেন্টের জন্য সলমন খান কিংবা অরিজিৎ সিং কারোর প্রোগ্রামই করা যাবে না। এর আগে মিঠুনের সিনেমা নন্দনে শো টাইম না পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। গেরুয়া শিবির ঘনিষ্ঠ অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাই অনেকেরই ধারণা, সিনেমায় মিঠুন চক্রবর্তী অভিনয় করায় রাজ্য সরকারের নির্দেশে নন্দনে স্থান পায়নি ‘প্রজাপতি’।