Dilip Ghosh Marriage: 'বিয়ে করবেন না স্যার?', দিলীপকে যেভাবে প্রপোজ করেছিলেন রিঙ্কু

আজই বিয়ের সানাই বাজবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিউ টাউনের আইডিয়াল ভিলায়। পাত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। ষাটোর্দ্ধ দিলীপের বিয়ের খবর সংবাদমাধ্যমে আসতেই ঝড়ের মতো তা ছড়িয়ে পড়ে। পাত্রী কে? কে প্রথম কাছাকাছি আসেন? কীভাবে হয় প্রেম? জানতে প্রবল উৎসাহী সাধারণ মানুষ। এই নিয়ে রিপাবলিক বাংলায় মুখ খুললেন দিলীপের হবু স্ত্রী রিঙ্কু।

Advertisement
'বিয়ে করবেন না স্যার?', দিলীপকে যেভাবে প্রপোজ করেছিলেন রিঙ্কুদিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদার

আজই বিয়ের সানাই বাজবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিউ টাউনের আইডিয়াল ভিলায়। পাত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। ষাটোর্দ্ধ দিলীপের বিয়ের খবর সংবাদমাধ্যমে আসতেই ঝড়ের মতো তা ছড়িয়ে পড়ে। পাত্রী কে? কে প্রথম কাছাকাছি আসেন? কীভাবে হয় প্রেম? জানতে প্রবল উৎসাহী সাধারণ মানুষ। এই নিয়ে রিপাবলিক বাংলায় মুখ খুললেন দিলীপের হবু স্ত্রী রিঙ্কু।

এক সাক্ষাৎকারে রিঙ্কু জানান প্রথমবার তাঁর তরফেই দিলীপের কাছে গিয়েছিল বিবাহের প্রস্তাব। রিঙ্কু বলেন, "আমি একদিন প্রশ্ন করি, আপনি বিয়ে করবেন না স্যার? উনি বলেছিলেন, না। এর ১৫ দিন পর আরও একবার বলি আপনি বিয়ে করবেন না কেন? ভাবুন তো অটল বিহারী বাজপেয়ীর কথা। একটা বয়সের পর সঙ্গীর দরকার পড়ে। সব কথা বাইরের মানুষকে বলতে পারে না। আত্মীয় স্বজনেরাও সরে যায়। পুরুষদের তো বন্ধু হয় না। রাজনীতিতে তো নয়ই। রাজনীতি করতে গেলে বিয়ে করাটা জরুরি। অনেক নেতা দলের বোঝা হয়ে যান। কিন্তু উনি দলের সম্পদ। লোকসভা নির্বাচনের পর খারাপ হওয়ার পর মনে হয়েছিল মানুষের ভিড় হয়তো কমে যাবে। তাই আমি মানবিক দিক থেকে মনে করি মাঝমধ্যেই ওনার সঙ্গে দেখা করা জরুরি, তাই যেতাম।"

হবু স্বামী দিলীপের প্রশংসায় রিঙ্কুবলেন, "উনি খুব বিচক্ষণ ব্যক্তি, সৎ। এত বছর পর তিনি রাষ্ট্রের প্রতি নিজেকে উৎসর্গ করেন। ওনার কোনও চাওয়া পাওয়া নেই।" 

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় নিউটাউনে দিলীপের বাড়িতেই বসছে বিয়ের আসর। আইনি বিয়ে সম্পন্ন করা হবে। একান্তই ব্যক্তিগত স্তরে হতে চলেছে এই বিয়ে। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই চার হাত এক হবে। দিলীপের বিয়ের খবর চাউর হতেই তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। 

POST A COMMENT
Advertisement