Dilip Ghosh: 'মুসলমানদের দাবার বোড়ের মতো...', সংখ্যালঘু নিয়ে শমীকের সুর দিলীপের গলায়

রাজ্যে মুসলিমদের নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সুরই এবার শোনা গেল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম বক্তৃতায় শমীক 'মরছে মুসলমান, মারছে মুসলমান'-এর কথা বলেছিলেন। শনিবার দিল্লি ফেরত দিলীপও সেই একই কথা বললেন। পাশাপাশি বললেন, 'মুসলমানদের এখানে দাবার বোড়ের মতো ব্যবহার করা হচ্ছে।'

Advertisement
'মুসলমানদের দাবার বোড়ের মতো...', সংখ্যালঘু নিয়ে শমীকের সুর দিলীপের গলায়দিলীপ ঘোষ।
হাইলাইটস
  • শমীক ভট্টাচার্যের সুরই এবার শোনা গেল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়।
  • বললেন, 'মুসলমানদের এখানে দাবার বোড়ের মতো ব্যবহার করা হচ্ছে।'
  • দিল্লি থেকে শনিবারই কলকাতা ফিরেছেন সস্ত্রীক।

রাজ্যে মুসলিমদের নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সুরই এবার শোনা গেল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম বক্তৃতায় শমীক 'মরছে মুসলমান, মারছে মুসলমান'-এর কথা বলেছিলেন। শনিবার দিল্লি ফেরত দিলীপও সেই একই কথা বললেন। পাশাপাশি বললেন, 'মুসলমানদের এখানে দাবার বোড়ের মতো ব্যবহার করা হচ্ছে।'

ঠিক কী বলেছেন দিলীপ?

দিল্লি থেকে শনিবারই কলকাতা ফিরেছেন সস্ত্রীক দিলীপ। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। সেই সময়ই পীরজাদা ত্বহা সিদ্দিকীর সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হয় দিলীপের কাছ থেকে। 'মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি', ত্বহা সিদ্দিকীর এই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ বলেন, 'মুসলমান ভোটের এরাই তো এজেন্ট। এরাই তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসেছেন। আজ যদি মুসলমানদের তেজপাতা বা এঁটো ভাঁড়ের মতো ব্যবহারের কথা ওঠে, তাহলে তার জন্য ত্বহা সিদ্দিকীও দায়ী, বাকি নেতাও দায়ী।আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদের মুঘলদের পরম্পরা মনে করেন, উত্তর পুরুষ মনে করেন, কিন্তু কেন এত ক্রিমিনাল, কেন মুসলিমরা এত অশিক্ষিত, কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলে ভ্যানওয়ালা হতে হবে, কেন ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে। কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না!'

এরপরেই দিলীপ ভাঙড়ের বোমাবাজির ঘটনার প্রসঙ্গ টেনে বলেছেন, 'ভাঙড়ে বোমাবাজি হয়েছে, কে মরছে, মারছে কে, জেলে যাচ্ছে সব মুসলমান। লাভটা কার হচ্ছে! এর জন্য বিজেপি দায়ী নয়...মুসলমানদের এখানে দাবার বোড়ের মতো ব্যবহার হচ্ছে।মোদী এটা করেননি, সবকা সাথ সবকা বিকাশ করেছেন।'

POST A COMMENT
Advertisement