সুকান্ত মজুমদার'হিন্দু সংস্কৃতির যদি কিছু হয়, যদি কোনও গন্ডগোল লাগে, আর যদি কোনও ধরনের হামলা হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলব না। যেখানে আমাদের শক্তি আছে সেখানে পাল্টা দেব।' এমনটাই বললেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
একের পর এক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। বাংলাদেশে দুই হিন্দু যুবককে পিটিয়ে প্রাণে শেষ করার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানাল ভারত। শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, পড়শি দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে ‘অবিরাম শত্রুতা’ চলছে, তা উদ্বেগজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে বলেও বার্তা দিয়েছে নয়াদিল্লি। এই আবহেই এবার হিন্দুদের অস্তিত্ব রক্ষার কথা মাথায় রেখে রাজ্যের তৃণমূল সরকারের দিকে আঙ্গুল তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'হিন্দু সংস্কৃতির যদি কিছু হয়, সেটাকে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূল সরকার করে। যখন অন্য কোনও ধর্মীয় সংগঠন এই রকম করে তৃণমূল সরকার সেটাকে লাফিয়ে পড়ে করায়। আমাদের DG রাজীব কুমার আবার তা ক্ষতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন। তারপরে ওখানে যদি কোনও গণ্ডগোল লাগে, আর যদি কোনও ধরনের হামলা হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলব না। যেখানে আমাদের শক্তি আছে সেখানে পাল্টা দেব।'
শুক্রবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়ানো হোক।
তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, 'মমতা যতই প্রাচীর করে, পুলিশ দিয়ে রাখুক, সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয়, তবে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় পাঁচ লাখ সাধু যাবেন, সেখানে পূণ্যস্নান করার পর আমি তাদেরকে পথ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসব।'
দিন কয়েক আগে শুভেন্দু বাংলাদেশকে পিঁপড়ের সঙ্গে তুলনা করে হুঁশিয়ারী দিয়ে বলেছিলেন, 'আফগানিস্তান আমেরিকার গুঁতো খাওয়ার পর অনেকটা পিউরিফাই হয়েছে তালিবান সরকার। আগের মত আর উগ্র তালিবান সরকার এখন নেই। এদেরও গুঁতো দরকার। যেটা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন। এদের গুঁতো দেওয়ার জন্য কোনও আর্মি আর রাফাল পাঠানোর দরকার নেই। হাসিমারা থেকে রাফালের আওয়াজটা দিয়ে দিলেই যা হওয়ার হয়ে যাবে। আর অপারেশন সিন্দুরে অনেক ড্রোন উড়ছিল। যদি কোনও ড্রোন পড়ে থাকে, ওটাকে আবার একবার তুলে ছেড়ে দিলেই শেষ। একদম পিঁপড়ে। ওদের একদম পিঁপড়ের মত সাইজ।'