Suvendu Adhikari on Bangla Diwas: 'সরকারি টাকায় বাংলা দিবস করতে পারবেন না', রাজভবনে 'নালিশ' শুভেন্দুর

'বাংলা দিবস' পালনের বিরোধিতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনে এদিন মিছিল করে বিজেপি দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "১৬ অগাস্ট হল বিধ্বংসী দিন, ওইদিন তিনি খেলা হবে দিবস পালন করেন তিনি। ২০ জুন ১৯৪৭-এর ইতিহাস বিকৃত করার ক্ষমতা পিসি-ভাইপো কারও নেই।

Advertisement
'সরকারি টাকায় বাংলা দিবস করতে পারবেন না', রাজভবনে 'নালিশ' শুভেন্দুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • 'বাংলা দিবস' পালনের বিরোধিতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  • রাজভবনে এদিন মিছিল করে বিজেপি দল

Suvendu Adhikari on Bangla Diwas: 'বাংলা দিবস' পালনের বিরোধিতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনে এদিন মিছিল করে বিজেপি দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "১৬ অগাস্ট হল বিধ্বংসী দিন, ওইদিন তিনি খেলা হবে দিবস পালন করেন তিনি। ২০ জুন ১৯৪৭-এর ইতিহাস বিকৃত করার ক্ষমতা পিসি-ভাইপো কারও নেই। তিনি অনেক দিবস পালন করেন। পয়লা বৈশাখে তিনি এপাং ওপাং ঝপাং করতে পারেন। আমাদের কোনও অসুবিধা নেই। বালি, কয়লা, চাকরি বিক্রির পয়সায় তিনি করতেই পারেন।" 

মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় দাবি করেন রাজ্যপাল বাংলা দিবসে স্বাক্ষর না করলে তাঁর কিছু যায় আসে না, আমরা পালন করব। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে শুভেন্দু বলেন, "তিনি করতে পারেন। তবে এটি সরকারি হবে না। সরকারের পয়সা তিনি খরচ করতে পারবেন না।" 

"আমি বলেছি বঙ্গ নামের স্বীকৃতি ভারত সরকার দেয়নি, বিএসএফের বিরুদ্ধে প্রস্তাব, মুখ্যমন্ত্রীকে আচার্য করার অনুমোদন গভর্নর দেননি।" রাষ্ট্রপতি মুর্মু নিজে ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে শুভেচ্ছা দিয়েছেন। তাঁকে আমরা অবমাননা করতে পারি না। ২৪ এই এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড

বিধায়কের ভাতা সম্পর্কে শুভেন্দুর দাবি-
শুভেন্দু বলেন, "আমি সমর্থন করি না। বরং ভকেশনাল টিচার, আশা কর্মী, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এদের সবার সমকাজে সমবেতন হোত চাই। আমরা চাই সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনারদের ভাতা, বকেয়া মহার্ঘ ভাতা দিক। সকল মহিলাকে ২০০০ টাকা দিক। আমরা আমাদের ভাতা বৃদ্ধি চাই না।"

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দেওয়া টি-শার্টে বিধানসভায় পৌঁছয় বিজেপি। তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে মৌলিক অধিকারের কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, আমাদের যা কিছু পরার স্বাধীনতা আছে। 

এদিন পয়লা বৈশাখকে আনুষ্ঠানিকভাবে বাংলা দিবস ও পয়লা বৈশাখকে রাজ্য সঙ্গীত করার জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করে রাজ্য সরকার। যদিও এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisement

POST A COMMENT
Advertisement