Suvendu Adhikari on Ram Navami Clash: হাওড়া হিংসা: 'গ্রেফতার হওয়া ৩৬ জনই নির্দোষ,' দাবি শুভেন্দুর

Suvendu Adhikari on Ram Navami Clash: রাজ্যে রাম নবমী উদযাপনে হিংসার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিংসার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বাংলায় এক হাজারের বেশি শোভাযাত্রা হয়েছে। শুধুমাত্র ৩টি জায়াগায় এমন ঘটনা ঘটল কেন?

Advertisement
হাওড়া হিংসা: 'গ্রেফতার হওয়া ৩৬ জনই নির্দোষ,' দাবি শুভেন্দুরবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • রাজ্যে রাম নবমী উদযাপনে হিংসার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি
  • শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  • হিংসার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বাংলায় এক হাজারের বেশি শোভাযাত্রা হয়েছে

Suvendu Adhikari on Ram Navami Clash: রাজ্যে রাম নবমী (Ram Navami) উদযাপনে হিংসার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Leader Suvendu Adhikari)। হিংসার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, "বাংলায় এক হাজারের বেশি শোভাযাত্রা হয়েছে। শুধুমাত্র ৩টি জায়াগায় এমন ঘটনা ঘটল কেন?" তাঁর দাবি, "ইচ্ছে করে ১৪৪ ধারা লাগানো হয়েছে। হাওড়ার শিবপুরের বস্তি এলাকা, ডালখোলা ও বিষ্ণুপুরের আমতলাতে রামভক্তরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তোলেন শুভেন্দু। এর মধ্যে সবথেকে বড় ঘটনা ঘটেছে হাওড়াতে।"

এদিন তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ্যে আনা ২টি ভিডিওর পাল্টা ভিডিও প্রকাশ করেন শুভেন্দু। তাতে তিনি দাবি করেন, "রাজ্য সরকার ও পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে। রাম নবমীতে পিস্তল উঁচিয়ে মিছিল হচ্ছিল বলে অভিযোগ ওঠে। শুভেন্দুর দাবি, কারও কাছে অস্ত্র থাকলে গ্রেফতার করা হোক। আরও বলেন, যারা হিংসা ছড়িয়েছেন তারা ভাঙচুরও চালান। এটাই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সোনার বাংলা'।"

শুভেন্দুর আরও দাবি,"মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত ছিলেন যে তাঁর হাত থেকে সংখ্যালঘু ভোট বেরিয়ে যাচ্ছে। তাই এনআরসির ভয় দেখিয়ে ভোট ফেরাতে চাইছে। পুলিশকে নিষ্ক্রিয় করে কাল হাওড়াতে তাই এই ঘটনা ঘটানো হয়েছে। তাঁর তোষণের রাজনীতি চরম জায়গায় গিয়ে পৌঁছেছে।" পুলিশের অনুমতিপত্র প্রকাশ করে শুভেন্দুর বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন আমরা রুট বদল করেছি। একমাত্র একটি রুট আছে। আমাদের কাছে প্রমাণ ও অনুমতি পত্র আছে ওই একটা রুটেই গেছি। আমরা চাই মুখ্যমন্ত্রী ক্ষমা চান। তোষণ ও তুষ্টিকরণের রাজনীতি। আমরা পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্ত চেয়েছি। সোমবার এই মামলা রাখা হয়েছে। এর আগে গত লক্ষ্মীপুজোর দিন মোমিনপুর-ইকবালপুরে আক্রমণ হয়েছিল। যার জন্য এনআইএ তদন্ত হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এবার খিদিরপুরে মিছিল শান্তিপূর্ণ ছিল।"

মমতা সরকারের গুন্ডাবাহিনী দিয়ে এদিন অশান্তি ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। "পিসি-ভাইপোর" দুর্নীতি রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। 

Advertisement

এদিনও তিনি, আবাস যোজনা দুর্নীতি থেকে চাকরি চুরির প্রসঙ্গ তোলেন। বলেন, "এর থেকে নজর ঘোরাতেই আজকের এই ঘটনা।"

প্রসঙ্গত, রাম নবমীতে হাওড়ার মিছিলে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। যার জেরে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় বহু দোকানপাট। একজন পুলিশ কর্মকর্তা জানান, মিছিলটি কাজিপাড়া এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ঘটনায় ৩৬ জন গ্রেফতার হয়। 

ঘটনায় তৃণমূল দাবি করে, হাতে রিভলভার নিয়ে বৃহস্পতিবার রাম নবমীর মিছিল করেছে বিজেপি। ভিডিও প্রকাশ করে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। মোট ২টি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। ভিডিওগুলি টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, মুখপাত্র কুণাল ঘোষ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

POST A COMMENT
Advertisement