scorecardresearch
 

Suvendu Adhikary : TMC-র অর্থ বাজেয়াপ্ত ED-র, হিমশৈলের চূড়ার চেয়েও কম' দাবি শুভেন্দুর

Suvendu Adhikary: অ্যালকেমিস্ট গ্রুপ এবং অন্যদের দ্বারা অর্থ পাচারের অপরাধের তদন্তের সময় ইডি তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। একটি ডিমান্ড ড্রাফ্ট আকারে এটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইডি এই খবর নিজেদের এক্স হ্যান্ডেলের পোস্ট করেছে।

Advertisement
TMC-র অর্থ বাজেয়াপ্ত ED-র, হিমশৈলের চূড়ার চেয়েও কম' দাবি শুভেন্দুর TMC-র অর্থ বাজেয়াপ্ত ED-র, হিমশৈলের চূড়ার চেয়েও কম' দাবি শুভেন্দুর
হাইলাইটস
  • ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে সম্মুখ সমরে নামলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।
  • তাঁর দাবি, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে যাতে অর্জুন সিং-কে যেন টিকিট দেওয়া না হয়। এর জন্য জগদ্দল বিধানসভা কেন্দ্র সহ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে সাধারণ মানুষের সই সংগ্রহ শুরু করেছেন সোমনাথ।
  • এরপর সেই সই-সহ চিঠি পাঠাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এমনটাই জানালেন সোমনাথ শ্যাম।

Suvendu Adhikary OnTmc: অ্যালকেমিস্ট গ্রুপ এবং অন্যদের দ্বারা অর্থ পাচারের অপরাধের তদন্তের সময় ইডি (Enforcement Directorate) তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। একটি ডিমান্ড ড্রাফ্ট আকারে এটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইডি এই খবর নিজেদের এক্স হ্যান্ডেলের পোস্ট করেছে। এরপরই এই মেসেজটি রিপোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikary)। সঙ্গে তৃণমূলকে তোলামূল বলেই মন্তব্য করেন তিনি। এমনকী এই পরিমাণ অর্থকে হিমশৈলের চূড়ার চেয়েও কম বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে ইডির কাছে কড়া তদন্তের দাবি জানান তিনি।

তিনি সেই সঙ্গে লিখেছেন, "ইডির দিল্লি জোনাল অফিসের তরফে অ্যালকেমিস্ট গ্রুপ এবং অন্যান্য বিরুদ্ধে চলা তদন্তের সময় তোলামূল পার্টির ৫.২৯ কোটি টাকা অ্যাটাচমেন্টের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। তবে আমার নজরে এটা তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির কাছে হিমশৈলের চূড়ামাত্র। এটা বড়জোর এক টুকরো আইস কিউবের মতো। যদি কড়া তদন্ত করা হয়, তাহলে বাজেয়াপ্ত অর্থের ১০ হাজার গুণ বেশি পাওয়া যাবে।"

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের শাসকদলের অস্বস্তি বাড়িয়েছেন। নন্দীগ্রাম আসনে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক আরও অবনতি হয়। বরাবারই তিনি পুরনো দলকে নানা প্রশ্নে বিদ্ধ করে থাকেন। বারবারই তিনি শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। সম্প্রতি সন্দেশখালির ঘটনায় তৃণমূলকে সম্পূর্ণ দায়ী করে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন। এর মধ্যেই ইডির এই পদক্ষেপের বিষয়টি সামনে আসায়, তিনি তথা বিজেপি যে প্রচারের নতুন অস্ত্র পেয়ে গেল তা বলাই বাহুল্য।

Advertisement

রবিবার ব্রিগেড থকে এ রাজ্যের ৪২ টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সাংসদ অর্জুন সিংকে টিকিট দেয়নি ঘাসফুল শিবির। তারপরই তাঁর এলাকায় শুরু হয় বিক্ষোভ। তাঁকে টিকিট দিতে হবে বলে অনুগামীরা বিক্ষোভ শুরু করেন। তারপরই অর্জুনের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেন তিনি। তিনি জানান, অর্জুনকে তৃণমূল বিশ্বাস করে না। উনি জেলে যাওযার ভয়ে ওদিকে গিয়েছিলেন। ওঁকে বারণ করেছিলেন বলেও জানান তিনি। যারপর অর্জুনকে নিয়ে অস্বস্তিতে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার নতুন করে ইডির এই পদক্ষেপ তাঁদের খানিকটা বিব্রত করবে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন

 

Advertisement