শুভেন্দু অধিকারী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার।-ফাইল ছবিরাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision, SIR) শুরু হওয়া এবং ভোটার যাচাই কার্যক্রমকে কেন্দ্র করে রাজনৈতিক তীব্রতা বাড়ছে। SIR-কে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ইতিমধ্যে বিবাদ শুরু হয়ে গেছে।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ডানকুনি এলাকায় প্রকাশ্যে বিজেপি নেতাদের (শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার) কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, যে তারা যদি সত্যি চান তবে CISF বা অন্যান্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছাড়া ডানকুনিতে এসে ভোটারদের সামনে আসুক। কল্যাণের কথায়, 'নোটিশ দিয়ে ডানকুনি আসুক পুলিশ ছাড়া, আমরাও পুলিশ ছাড়া থাকব।'
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি ও উস্কানিমূলক বক্তব্য তৎক্ষণাৎ রাজনৈতিক নাটকীয়তা বাড়িয়েছে। বিরোধীরা এটিকে তীব্র সমালোচনা করেছেন এবং সরকারি-কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর অংশগ্রহণ নিয়ে সরাসরি রাজনৈতিক টক্করকে উসকে দিয়েছে। অনেকে এটিকে ‘হুলিগানিজম’ বলে আখ্যা দিয়েছেন।
কল্যাণ বলেন, 'নোটিশ দিয়ে ওকে ডানকুনিতে আসতে বলো। কোনো CISF আর বিএসএফ জওয়ান ছাড়া আসতে বলো বাড়ি ফিরে যেতে পারবে না। ওর কোন বাবা ওকে বাঁচায় আমিও দেখি ওর শিশির বাবা নাকি অমিত শাহ বাবা বাঁচায় আমিও দেখবো। ও লোক ছাড়া আসুক আমিও আমাদের লোক নিয়ে যাবো। শুভেন্দু -সুকান্ত আসুক ফিরতে পারবেনা আর।'
বিজেপির তরফে এই বক্তব্যকে তীব্র নিন্দা করা হয়েছে।