Tulsi Plant Searching: 'তুলসীগাছ নেই তো?' বিধানসভায় BJP MLA-দের গাড়ি তল্লাশি, দাবি অগ্নিমিত্রার

বিধানসভা ঢুকতে বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি। ক্ষুব্ধ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। হঠাৎ এমন কী হল যে বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি শুরু হল? জানালেন খোদ বিজেপি বিধায়ক। গাড়িতে তুলসী গাছ আছে কিনা তা দেখতেই বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি করা হয় বলে অগ্নিমিত্রার অভিযোগ।

Advertisement
'তুলসীগাছ নেই তো?' বিধানসভায় BJP MLA-দের গাড়ি তল্লাশি, দাবি অগ্নিমিত্রারঅগ্নিমিত্রা পাল।

বিধানসভা ঢুকতে বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি। ক্ষুব্ধ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। হঠাৎ এমন কী হল যে বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি শুরু হল? জানালেন খোদ বিজেপি বিধায়ক। গাড়িতে তুলসী গাছ আছে কিনা তা দেখতেই বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি করা হয় বলে অগ্নিমিত্রার অভিযোগ।

এদিন তিনি বলেন, "আমরা অবাক হয়ে গেলাম। সকালে যখন বিধানসভায় ঢুকছি, আমাদের গাড়ি তল্লাশি করা হল। মহেশতলার দাঙ্গা নিয়ে প্রতিবাদ করার পরের দিন হঠাৎ করে এই তল্লাশি। নিরাপত্তারক্ষীরা বলল, অধ্যক্ষের নির্দেশে তল্লাশি করেছেন। মুখ্যমন্ত্রী গাড়িও চেক করবেন তো?' বিধাসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, 'বিধানসভায় তুলসী মঞ্চ-টঞ্চের কোনও জায়গা নেই'। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার মহেশতলা কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা মাথায় তুলসী গাছ নিয়ে রাস্তায় পদযাত্রা করেন। সঙ্গে দলীয় বিধায়করাও ছিলেন। রবীন্দ্রনগর এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ ও পুলিশকে আক্রমণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রবীন্দ্রনগর থানা এলাকায়। বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। তাঁদের তুলসী মঞ্চ মাথায় নিয়েও হাঁটতে দেখা যায়। শুভেন্দু অধিকারীর দাবি, রবীন্দ্রনগর থানার আইসিকে অপসারিত ও গ্রেফতার করতে হবে।

বুধবার দুপুর থেকে রণক্ষেত্র হয়ে উঠেছিল রবীন্দ্রনগর থানা এলাকা। মহেশতলার সংঘর্ষে একের পর এক পুলিশকর্মী জখম হয়েছিলেন। 

POST A COMMENT
Advertisement