BJP নেত্রী ও TMC নেতা-মদের গ্লাস-গাড়ির কাচ তোলা-অন্ধকার নির্জন রাস্তা, VIRAL VIDEO

গভীর রাতে, ফাঁকা জঙ্গল এলাকায় নির্জন রাস্তার ধারে দাঁড়িয়ে এক গাড়ি। ভিতরে মদের গ্লাস হাতে চিয়ার্স BJP নেত্রী ও তৃণমূল নেতার। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের দু'জনকে মদ্যপানরত অবস্থায় দেখে ফেললেন গ্রামবাসীরা।

Advertisement
BJP নেত্রী ও TMC নেতা-মদের গ্লাস-গাড়ির কাচ তোলা-অন্ধকার নির্জন রাস্তা, VIRAL VIDEOবিজেপি নেত্রী ও তৃণমূল নেতা
হাইলাইটস
  • নির্জন রাস্তার ধারে গাড়িতে মদ্যপান BJP নেত্রী ও TMC নেতার
  • দেখে ফেললেন গ্রামবাসীরা
  • জানাজানি হতেই BJP নেত্রী বললেন, 'রাজনৈতিক ষড়যন্ত্র'

দিনভর একে অন্যের বিরুদ্ধে কটাক্ষ ছুড়লেও মদ্যপানের আসরে মিলেমিশে একাকার তৃণমূল-BJP! ডুয়ার্সের জঙ্গলে গভীর রাতে গাড়ির মধ্যে দেখা গেল সেই দৃশ্যই। দুই বিরোধী দলের দুই নেতাকে গাড়ি দাঁড় করিয়ে আকণ্ঠ মদ্যপান করতে দেখে ফেললেন গ্রামবাসীরা। ঘটনা ঘিরে হইচই জলপাইগুড়িতে।

ডুয়ার্সের জঙ্গল ঘেঁষা রাস্তায় এ কী কাণ্ড!

জানা গিয়েছে, ঘটনাস্থল ছিল জলপাইগুড়ি জেলার বৈকণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের আওতায় থাকা অপলচাঁদ জঙ্গলে। স্থানীয় সূত্রে খবর, জঙ্গল ঘেঁষা নির্জন একটি রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ওই গাড়িটিকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের। কয়েকজন গাড়ির কাছে গিয়ে জানালার কাচে টোকা মারেন। ভিতরে যাত্রীরা রয়েছে বুঝে, দরজা খোলার অনুরোধ করেন উৎসুক গ্রামবাসীরা।

গাড়ির কাচ নামতেই চক্ষু চড়কগাছ সকলের। দেখা যায়, BJP-র মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি দীপা বণিক অধিকারী ও তৃণমূলের নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় একসঙ্গে বসে মদ্যপান করছেন। গ্রামবাসীরা প্রশ্ন করতেই বেজায় অস্বস্তিতে পরে যান তাঁরা। লুকোতে শুরু করেন মদের গ্লাসগুলি।

কী প্রতিক্রিয়া দুই নেতানেত্রীর?

ক্ষুব্ধ গ্রানবাসীরা এই পরিস্থিতিতে তাঁদের মদের আসরের ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন বলে অভিযোগ। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনা প্রকাশ্যে আসার পরই গাড়ি থেকে সটান নেমে হাঁটা দেন BJP নেত্রী। তৃণমূলের ওই নেতাকে অবশ্য বেশ কিছুক্ষণ ঘিরে ধরে আটকে রাখেন গ্রামবাসীরা। প্রশ্ন করা হয়, কেন বিরোধী দলের নেত্রীর সঙ্গে এভাবে গাড়িতে মদ্যপানের আসর বসিয়েছিলেন তিনি।

যদিও BJP নেত্রীর ব্যাখ্যা, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে। গোটা ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির ডুয়ার্সের অপলচাঁদ এলাকার দুই দলেরই স্থানীয় নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে।

বামেদের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করা হচ্ছে। BJP এবং তৃণমূলের লজ্জাজনক এই কীর্তি নিয়ে প্রচারও করা হচ্ছে স্থানীয় স্তরে।

Advertisement

 

 

 

TAGS:
POST A COMMENT
Advertisement