বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চর্চিত ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। গোপন মুহূর্তের এই ভিডিওটি ঘিরে ইতিমধ্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তারপর থেকেই ভিডিওটি ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। তবে কি অন্তর্দ্বন্দ্বের কারণে দলেরই কেউ ফাঁস করলেন? নাকি শাসক দলের কাজ? তা নিয়ে জোরদার চর্চা চলছে। দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, ওই ভিডিওটি ভুয়ো। তাঁকে কালিমালিপ্ত করতেই ছড়ানো হচ্ছে। এই গোটা ঘটনায় দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন সুকান্ত। ইঙ্গিত দিলেন, প্রযুক্তির ব্যবহার করে ওই ভিডিও তৈরি করা হয়ে থাকতে পারে।
সুকান্ত বলেন, "এখনকার টেকনোলজির যুগে কোনও ভিডিও নিয়ে কোনও কথা বলা উচিত নয়। ব্যক্তিগত জীবনে কে, কার সঙ্গে, কী করবেন তা নিয়ে কিছু বলাই উচিত নয়। আমাদের উঁকি মারার কোনও অধিকার নেই। দিলীপবাবুর বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েছে কি? ভিডিওটা আমার সেভাবে দেখা হয়নি। কে কোথায় ব্যক্তিগত জীবনে কী করছেন আমাদের আলোচনা না করাই ভালো।"
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, লালবাজারের জয়েন্ট কমিশনার (ক্রাইম)-কে লেখা চিঠিতে দিলীপ ঘোষ জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে, জনসমক্ষে তাঁর সম্মান ক্ষুণ্ণ করতেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়ানো হয়েছে বলে দাবি করেন।
দিলীপ বলেন, "এটি আমার বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র। যারা এই ভিডিও তৈরি ও প্রচার করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক।" পুরো ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দিলীপ।