'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবির নিয়ে তৃণমূল সরকারের তুলোধনা করছেন বিরোধীরা। বিজেপি নেতারা বিভিন্ন সরকারি উদ্যোগ নিয়ে নানা সভা ও সাংবাদিক সম্মেলনে ব্যঙ্গও করেছেন। কিন্তু এ বার ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন বিজেপিরই এক পঞ্চায়েত প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই প্রকল্পকে তিনি কেবল ভাল বলেই থেমে থাকেননি, রাজ্য সরকারকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন। এই ঘটনার জেরে গেরুয়া শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুযোগ হাতছাড়া করেনি। বিজেপি প্রধানকে ধন্যবাদ জানিয়ে কটাক্ষ করেছে বিরোধী দলকে।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে। কনিয়াড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সমীর বিশ্বাস বুধবার প্রকাশ্যে প্রশংসা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের। ওই দিন করঙ্গ প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়েছিল শিবির। সেখানে উপস্থিত হয়ে সমীরবাবু স্পষ্ট ভাষায় বলেন, 'রাজ্য সরকার যদি আমাদের ট্যাক্সের টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যবহার করে, তাহলে সেটা অবশ্যই ভালো কাজ।'
তিনি আরও যোগ করেন, 'যেটা ভালো সেটা ভালো বলব। যেটা খারাপ সেটা খারাপ বলব। আগে কোন সরকার এমন কাজ করেনি। এই সরকার ভেবেছে সাধারণ মানুষের এই কাজ প্রয়োজন, তাই করছে। আমি ধন্যবাদ জানাই।'
বিজেপি শিবিরে এই বক্তব্য রীতিমতো আলোড়ন তুলেছে। কারণ এতদিন ধরে যে প্রকল্পকে কেন্দ্র করে বিজেপি লাগাতার আক্রমণ করেছে, সেখানে দলেরই একজন পঞ্চায়েত প্রধান খোলাখুলি প্রশংসা করলেন।
বিষয়টি নিয়ে বনগাঁও জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, 'বিজেপি পঞ্চায়েত প্রধান কোন পরিস্থিতিতে বলেছেন আমার জানা নেই। আমি বিষয়টা খতিয়ে দেখছি।' তাঁর সংক্ষিপ্ত মন্তব্যে স্পষ্ট বোঝা গেল, জেলা নেতৃত্বও কিছুটা অস্বস্তিতে পড়েছেন।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়েনি। বনগাঁও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'বিজেপিতে নিশ্চিত কিছু ভালো মানুষ আছে। তাদের মধ্যে সমীর একজন। ও বুঝতে পেরেছে বাংলার প্রতি বঞ্চনা বাঙালি হিসেবে প্রতিবাদ করা উচিত। অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে।'
তৃণমূল নেতৃত্বের মতে, এই ঘটনাই প্রমাণ করে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কতটা কার্যকর হয়েছে। সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছেন, তেমনি বিরোধী দলের জনপ্রতিনিধিরাও এই প্রকল্পের ইতিবাচক দিক উপেক্ষা করতে পারছেন না।
রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে ভালো সাড়া তৈরি হয়েছে। প্রশাসনিক সুবিধা ও নানান সমস্যা সমাধান এই শিবিরে সরাসরি হওয়ায় মানুষও আগ্রহী হচ্ছেন। ফলে বিরোধী দল যখন প্রকল্পকে ব্যঙ্গ করছে, তখন দলেরই এক জনপ্রতিনিধির প্রশংসা বিজেপির অস্বস্তি আরও বাড়াবে।
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশংসা, কটাক্ষ ও পাল্টা মন্তব্যের এই দ্বন্দ্বের মাঝেই রাজনীতির মঞ্চে ফের আলোচনার কেন্দ্রে উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনপ্রিয় উদ্যোগ।