Hanuman Jayanti 2025: ধর্মতলায় বুলডোজার, বাসে বাসে গেরুয়া পতাকা লাগাচ্ছে BJP

জোর করে বাস থেকে গেরুয়া পতাকা খোলার প্রতিবাদ বিজেপি নেতা-কর্মীদের। কলকাতায় হনুমান জয়ন্তী উদযাপনের সময় বাসে বাসে লাগানো হল গেরুয়া পতাকা। ধর্মতলায় এল বুলডোজার।

Advertisement
ধর্মতলায় বুলডোজার, বাসে বাসে গেরুয়া পতাকা লাগাচ্ছে BJPধর্মতলায় বুলডোজার, বাসে বাসে গেরুয়া পতাকা

জোর করে বাস থেকে গেরুয়া পতাকা খোলার প্রতিবাদ বিজেপি নেতা-কর্মীদের। কলকাতায় হনুমান জয়ন্তী উদযাপনের সময় বাসে বাসে লাগানো হল গেরুয়া পতাকা। ধর্মতলায় এল বুলডোজার।

ওয়াকফের বিরোধিতায় জমিয়তে উলামায়ে হিন্দের সভার দিন বাস থেকে গেরুয়া পতাকা নামানো হয়। এর প্রতিবাদে, হনুমান জয়ন্তীতে বিজেপি সমর্থকরা শহরে সমস্ত যানবাহনে গেরুয়া পতাকা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধর্মতলায় গেরুয়া পতাকায় সাজানো জেসিবি নিয়ে প্রতিবাদ করেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

বৃহস্পতিবার ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশ করে জমিয়তে উলামায়ে হিন্দ। মিছিলের কারণে কলকাতার কয়েকটি রাস্তা প্রায় স্তব্ধ হয়ে যায়। যানজটে আটকে পড়ে বহু গাড়ি। এর মধ্য়েই অভিযোগ ওঠে কলকাতার লেনিন সরণিতে একটি বাসে লাগানো গেরুয়া পতাকা জোর করে খুলে দিয়েছেন আন্দোলনকারীরা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ছবি পোস্ট করে এনিয়ে সরব হন।

গেরুয়া পতাকা খুলে দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যে গেরুয়া পতাকা সাহস, ত্যাগ এবং বীরত্বের প্রতীক, সেটিকে জোর করে একটি বাস থেকে খুলে ফেলেছে উগ্রপন্থীরা। এনিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা।
 

POST A COMMENT
Advertisement