বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। সোমবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ওষুধ খাওয়ার পরেও জ্বর না কমায় এবং শারীরিক দুর্বলতা বাড়ায় শেষমেশ হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতির একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা সুকান্ত মজুমদার। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, 'শমীকদা এখন অনেকটাই ভালো আছেন। দু-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।'
সূত্র অনুযায়ী, ৬২ বছর বয়সী শমীক ভট্টাচার্য গত কয়েকদিন ধরে জ্বর এবং শরীর খারাপ নিয়েও দলের কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন। বিশেষ করে উত্তরবঙ্গের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তিনি সেখানে ছুটে গিয়েছিলেন দুর্গতদের পাশে দাঁড়াতে। তার পর থেকেই অসুস্থতা আরও বাড়তে থাকে। তবুও তিনি দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছিলেন। তবে সোমবার সকালে হঠাৎ করে শরীরের দুর্বলতা বেড়ে গেলে আর ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তাঁর ডেঙ্গি বা মশাবাহিত কোনও জ্বর হয়েছে। যদিও বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে অসুস্থতার কারণ হিসেবে স্পষ্ট কিছু জানানো হয়নি।
উল্লেখযোগ্যভাবে, রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই শমীক ভট্টাচার্যের উপর কাজের চাপ বেড়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সংগঠনকে ঢেলে সাজানোর কাজ করছেন তিনি। গঠন করছেন নতুন কমিটি, দিচ্ছেন সাংগঠনিক রূপায়ণে গতি। এর ফলে তাঁকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘন ঘন যেতে হচ্ছে।