scorecardresearch
 

আলিপুরদুয়ারে বিজেপিতে ভাঙন, দল ছাড়ছেন জেলা সভাপতি

রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। কিন্তু উত্তরবঙ্গে ফল স্রোতের বিপরীতে খারাপ হয়েছে। বিশেষ করে দার্জিলিং, আলিপুর এবং কোচবিহারে। দার্জিলিং আর আলিপুরে তো সব কটি আসন জিতেছে। তারপরেও আলিপুরদুয়ারে ভাঙনের সম্ভাবনায় জেলা বিজেপিতে ঝড় উঠেছে। এরই মধ্যে বিজেপি ছাড়ার ঘোষণা করলেন আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।

Advertisement
গঙ্গাপ্রসাদ শর্মা গঙ্গাপ্রসাদ শর্মা
হাইলাইটস
  • বিজেপি ছাড়ছেন গঙ্গাপ্রসাদ শর্মা
  • সোমবারই যোগ দিতে পারেন তৃণমূলে
  • সঙ্গে আরও বিজেপি নেতা রয়েছেন

এবার পাঁচে পাঁচের আলিপুরদুয়ারে ভাঙন বিজেপিকে

জেলায় তৃণমূলকে উড়িয়ে দিয়ে পাঁচটি বিধানসভা আসনের পাঁচটিতেই জয় হাসিল করেছেন। যাকে বলে হোয়াইটওয়াশ। কিন্তু যাঁদের হারানোর জন্য দিন রাত এক করে দিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি, সেই তৃণমূলেই যোগ দিতে চলেছেন তিনি। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলা থেকে উত্তরবঙ্গ সর্বত্র।

আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি দল ছাড়ছেন 

রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। কিন্তু উত্তরবঙ্গে ফল স্রোতের বিপরীতে খারাপ হয়েছে। বিশেষ করে দার্জিলিং, আলিপুর এবং কোচবিহারে। দার্জিলিং আর আলিপুরে তো সব কটি আসন জিতেছে। তারপরেও আলিপুরদুয়ারে ভাঙনের সম্ভাবনায় জেলা বিজেপিতে ঝড় উঠেছে। এরই মধ্যে বিজেপি ছাড়ার ঘোষণা করলেন আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।

সোমবারই যোগ দিতে পারেন তিনি

সোমবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে এসে তিনি যোগদান করবেন বলে খবর। তাঁর সঙ্গে জেলা বিজেপির আরও ৬ প্রভাবশালী নেতাও তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। জেলার রাজনৈতিক মহলের মতে, গঙ্গাপ্রসাদ শর্মার বিজেপি ত্যাগ গোটা জেলায় গেরুয়া শিবিরকে বিপুল ক্ষতির মুখে ফেলবে।

তিনি ছাড়াও আরও সঙ্গী তৃণমূলে যোগ দেবেন 

আর গঙ্গাপ্রসাদ শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মানুষের জন্য কাজ করতেই বিজেপি ছাড়তে চান। সোমবার তৃণমূলে যোগ দেবেন বলেও জানিয়েছেন। সঙ্গে যে আরও অনেকেই যোগ দেবেন।’ 

পিছনে কী মুকুল রায়ের হাত !

গঙ্গাপ্রসাদবাবুর বিজেপি ছাড়ার পিছনে মুকুল রায়ের হাত আছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন মুকুল ঘনিষ্ঠ আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর মাধ্যমেই গঙ্গাপ্রসাদবাবু তৃণমূলে আসতে চলেছেন। মুকুল রায় বিজেপি ছাড়ার পর থেকেই একের পর এক নেতা-কর্মী, বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আরও যোগ দেবেন বলে জল্পনা রয়েছে বিভিন্ন জেলা থেকেই।

Advertisement

ভোটের আগে দলের সঙ্গে বিরোধ বাধে গঙ্গার 

বিধানসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রথমে অশোক লাহিড়ীকে দাঁড় করিয়েছিল বিজেপি। কিন্তু সেই প্রার্থী মেনে নিতে চাননি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ। প্রকাশ্যেই ক্ষোভ ব্যক্ত করেছিলেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের ধমকে পরে সুর নরম করলেও শেষমেশ অশোক লাহিড়ীকে ওই কেন্দ্র থেকে সরিয়ে দেয় বিজেপি। এরপর অবশ্য বিজেপি জেলায় দারুণ ফল করে। কিন্তু ভোটের পর বিজেপি ক্ষমতায় না আসায় এমনিতেই মুষড়ে পড়েছিলেন তিনি বলে জানা গিয়েছে।

 

Advertisement