Shamik Bhattacharya on Kolkata Metro: 'জলাভূমি বুজিয়ে কবি সুভাষ', শমীকের কঠাগড়ায় তৎকালীন রেলমন্ত্রী মমতা

কবি সুভাষ স্টেশনে ফাটলে ৯ মাস বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। যে কারণে নিত্য যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন  বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তৎকালীন রেলমন্ত্রীর বিরুদ্ধে জলাভূমি বুজিয়ে নির্মাণের অভিযোগ আনেন।

Advertisement
জলাভূমি বুজিয়ে কবি সুভাষ', শমীকের কঠাগড়ায় তৎকালীন রেলমন্ত্রী মমতাশমীক ভট্টাচার্য-মমতা বন্দ্যোপাধ্যায়

কবি সুভাষ স্টেশনে ফাটলে ৯ মাস বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। যে কারণে নিত্য যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন  বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তৎকালীন রেলমন্ত্রীর বিরুদ্ধে জলাভূমি বুজিয়ে নির্মাণের অভিযোগ আনেন।
 
তিনি বলেন, "২০০৭ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী, তদানীন্তন বিরোধী দলনেত্রী এবং রেলমন্ত্রী তাঁর যে প্রজেক্ট তৈরি করেছিলেন, কবি সুভাষ। সেই কবি সুভাষের বিশেষজ্ঞরা বলছেন, এখানে জিও ইঞ্জিনীয়রিং সমস্যা তৈরি হয়েছে। কারণ, নিয়ম বহির্ভূতভাবে একটি স্টেশন তৈরি করা হয়েছিল। আজ এই পরিস্থিতির তৈরি হয়েছে যে ৯ মাসের জন্য রেল পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। কলকাতা ও কলকাতার উপকণ্ঠের মানুষ এখনও জলাভূমি বোজানোর ভয়াবহ ফলাফল বুঝতে পারছেন না। সবে তো শুরু। সুন্দরবনের দু'টি রামসার সাইট ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস। এরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করছে।"

বৌবাজারের প্রসঙ্গ টেনে শমীক বলেন, "বৌবাজারে মেট্রোর কাজ করতে যা হয়েছে তা ম্যানমেড। ওখানে বিশেষ কিছু সম্প্রদায় ও পরিবারকে সন্তুষ্ট রাখতে মূল পরিকল্পনা থেকে ঘুরিয়ে রাখার জন্য যেভাবে মেট্রোর লাইনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেজন্য সেখানকার মানুষ চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। রেলের খরচা বেড়েছে।" 

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গত ২৮ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু রয়েছে। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। আর তারপরই ফের যাত্রী পরিষেবা শুরু হবে।

POST A COMMENT
Advertisement