Sukanta Majumder: 'সপরিবারেই ভিতরে থাকতে হবে', অভিষেককে খোঁচা সুকান্তের

সাংসদ অভিষেককে নিশানা করে ফের আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রসঙ্গেই মুখ খুললেন সুকান্ত।

Advertisement
'সপরিবারেই ভিতরে থাকতে হবে', অভিষেককে খোঁচা সুকান্তেরঅভিষেককে খোঁচা সুকান্তের
হাইলাইটস
  • সাংসদ অভিষেককে নিশানা করে ফের আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
  • অভিষেক সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
  • এই প্রসঙ্গেই মুখ খুললেন সুকান্ত

সাংসদ অভিষেককে নিশানা করে ফের আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রসঙ্গেই মুখ খুললেন সুকান্ত।

বৃহস্পতিবার সুকান্ত মজুমদার বলেন, "সময় আসছে, সপরিবারেই ভিতরে থাকতে হবে। লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সঙ্গে প্রত্যেকেই যুক্ত। আদালতের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।" তাঁর আরও দাবি,  এই কোম্পানির সঙ্গে পরিবারের সবার নাম যুক্ত বলে জানতে পেরেছি। ভারতবর্ষের আইনের সেই শক্তি আছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিস ফের যদি তিনি এড়িয়ে যান তাহলে আদালত এবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে তদন্তের গতি নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে বিরোধী দল, এমনকি আদালতও।

বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি ধর্না থেকেই রাজভবন অভিযানের ডাক দেন তিনি। এদিকে রাজ্যে নেই রাজ্যপাল। তিনি উত্তরবঙ্গ পরিদর্শনে যান। 

প্রসঙ্গত, আগেই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে অভিষেক ও তার পরিবারকে ফের তলব করে ইডি। এছাড়াও, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও নোটিস দেওয়া হয়। আগামী ৯ অক্টোবর অভিষেককে তলব করেছে ইডি। ১১ অক্টোবর তলব করা হয়। এর আগে ৬ ও ৭ তারিখ ডাকা হয় অভিষেকের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করে ইডি। 

POST A COMMENT
Advertisement