Ram Mandir: রামমন্দিরের আবেগকে নির্বাচনে কাজে লাগানোর চেষ্টা করছে BJP: অধীর

রামমন্দিরকে গুরুত্ব দেওয়ার একটাই কারণ। রাজনীতি। রামমন্দিরের আবেগকে নির্বাচনের কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। শনিবার বহরমপুরে রামমন্দির ইস্যুতে এমনটাই বললেন অধীররঞ্জন চৌধুরী। তিনি দাবি করেন, রামমন্দির শুধুমাত্র আর ধর্মের আঙিনায় সীমাবদ্ধ নেই। এতে রাজনীতি জড়িয়ে গিয়েছে। 

Advertisement
রামমন্দিরের আবেগকে নির্বাচনে কাজে লাগানোর চেষ্টা করছে BJP: অধীরফাইল ছবি
হাইলাইটস
  • রামমন্দিরকে গুরুত্ব দেওয়ার একটাই কারণ। রাজনীতি। রামমন্দিরের আবেগকে নির্বাচনের কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।
  • শনিবার বহরমপুরে রামমন্দির ইস্যুতে এমনটাই বললেন অধীররঞ্জন চৌধুরী।
  • তিনি দাবি করেন, রামমন্দির শুধুমাত্র আর ধর্মের আঙিনায় সীমাবদ্ধ নেই। এতে রাজনীতি জড়িয়ে গিয়েছে। 

রামমন্দিরকে গুরুত্ব দেওয়ার একটাই কারণ। রাজনীতি। রামমন্দিরের আবেগকে নির্বাচনের কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। শনিবার বহরমপুরে রামমন্দির ইস্যুতে এমনটাই বললেন অধীররঞ্জন চৌধুরী। তিনি দাবি করেন, রামমন্দির শুধুমাত্র আর ধর্মের আঙিনায় সীমাবদ্ধ নেই। এতে রাজনীতি জড়িয়ে গিয়েছে। 

এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'রাজনীতির জন্যই তো রামমন্দিরকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। রামমন্দির আর ধর্মের অঙ্গনে নেই।'

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই অযোধ্যায় এক রাউন্ড সফর সেরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিমানবন্দর, রেল স্টেশনের আধুনিকিকরণ সহ একাধিক বড় প্রকল্পের উদ্বোধন করেছেন। 

নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে অধীর চৌধুরি বলেন, 'রামের যে ভাবমূর্তি ভারতে, যে আবেগ, সেই আবেগকে নির্বাচনের কাজে লাগানোর জন্য। মোদী চেষ্টা করছে, বিজেপি চেষ্টা করছে, RSS চেষ্টা করছে, আমরা তা দেখতে পারছি। তাই একটা কথা বলব, রামকে বদনাম কর না। রামকে প্রভু হিসাবে রাখ।'

তিনি আরও বলেন, 'রাম ভারবর্ষের সর্বস্তরের মানুষের কাছে দেবতার আসনে রয়েছেন। রামকে আমরা আজ থেকে চিনি না। যুগ যুগ ধরে চিনি। রাম আমাদের কাছে আস্থার। মৃত্যু হলেও রাম নাম করা হয়। মহত্মা গান্ধি শহিদ হওয়ার সময় হে রাম বলেছিলেন। অযোধ্যায় রামমন্দির নির্মাণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু রামের নামে শুধু রাম মন্দির হচ্ছে না। রামের নাম করে একটা রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার করতে শুরু করেছে।'

অধীর চৌধুরি বলেন, রামমন্দির ও তার নামে প্রচার দু'টি সম্পূর্ণ ভিন্ন জিনিস। তিনি বলেন, 'রামমন্দির এক জিনিস। আর রাম মন্দিরের নামে প্রচার আর এক জিনিস। দু'টোকে সংমিশ্রণ করলে রামের মাহাত্ম্য খাটো করা হয়। এটা আমার ব্যক্তিগত মতামত।'

POST A COMMENT
Advertisement