BJP Worker Shot: বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, গাইঘাটায় দুষ্কৃতী হামলা

বাংলার রাজনৈতিক নেতা কর্মীদের উপরে আক্রমণের ঘটনা যেন থামছেই না। এবার রামনবমীর ভোরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ঘটনায় এখনও পর্যন্ত পাকড়াও এক। 

Advertisement
 বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, গাইঘাটায় দুষ্কৃতী হামলা প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল।
  • আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
  • ঘটনায় এখনও পর্যন্ত পাকড়াও এক। 

বাংলার রাজনৈতিক নেতা কর্মীদের উপরে আক্রমণের ঘটনা যেন থামছেই না। এবার রামনবমীর ভোরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ঘটনায় এখনও পর্যন্ত পাকড়াও এক। 

জানা গিয়েছে, রবিবার ভোরে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত ওই বৃদ্ধের নাম আশুতোষ বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায়। তিনি একালায় পুরনো বিজেপি কর্মী বলে দাবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  রবিবার সকালে আশুতোষ বিশ্বাস তাঁর স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। বড়া বকুলতলা এলাকায় কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ। তাঁর  চিৎকারে ছুটে যান স্থানীয়রা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতায়। তবে কে বা কারা তাঁর উপরে কেন হামলা চালাল, সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে এই ঘটনা কেন ঘটল সেই বিষয়ে ধোঁয়াশায় বিজেপিও। পুলিশ তদন্ত করে দেখুক, এমনটাই দাবি গেরুয়া শিবিরের। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে পাকড়াও করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

রিপোর্টার- দীপক দেবনাথ
 

POST A COMMENT
Advertisement