গেরুয়ামুক্ত করতে ইলামবাজারে স্যানিটাইজ করে তৃণমূলে যোগ বিজেপি কর্মীদের

বিজেপি থেকে তৃণমূলে নেওয়া হবে। কিন্তু স্যানিটাইজ করেই। এই ধারা বজায় রেখেই ফের বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মীদের একাধারে স্য়ানিটাইজ করা হল। পুরনো দল ছেড়ে উদ্বাহু হয়ে নিজেদের পুরনো সংস্রব ঝেড়ে ফেললেন কর্মীরাও। খুশি পুরনোরা, খুশি নতুনরাও।

Advertisement
গেরুয়ামুক্ত হতে স্যানিটাইজ করে তৃণমূলে বিজেপি কর্মীরাবিজেপির গন্ধ মুছে স্যানিটাইজ করে তৃণমূলে
হাইলাইটস
  • বিজেপির গন্ধ মুছতে স্যানিটাইজ করেই তৃণমূলে
  • দেড়শো বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে
  • চাপানউতর শুরু তৃণমূল-বিজেপিতে

স্যানিটাইজেশনের ট্রাডিশন সমানে চলছে

বিজেপি থেকে তৃণমূলে নেওয়া হবে। কিন্তু স্যানিটাইজ করেই। এই ধারা বজায় রেখেই ফের বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মীদের একাধারে স্য়ানিটাইজ করা হল। পুরনো দল ছেড়ে উদ্বাহু হয়ে নিজেদের পুরনো সংস্রব ঝেড়ে ফেললেন কর্মীরাও। খুশি পুরনোরা, খুশি নতুনরাও।

ধারা বজায় রইল এদিনের দলবদলেও

এর আগে লাভপুর, নানুর, বোলপুর, এমনকী ইলামবাজারের পর ফের ইলামবাজারে স্যানিটাইজ করা হয়েছিল দলে নতুনদের যোগ দেওয়ানোর সময়। এবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বহু লোক। তাঁদেরও চলতি ট্রেন্ড মেনেই  স্যানিটাইজ করা হয়েছে।

বিজেপি ছাড়ার হিড়িক অব্য়াহত

বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার ব্লকের দেবীপুর গ্রামে  ১১৬, ১২০ নম্বর বুথে বিজেপি জয় লাভ করেছিল ৪০০ ভোটে। তারপর বোলপুর বিধানসভায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিনহা । এরপরই বোলপুর বিধানসভার বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান হিড়িক পড়ে।

বিজেপি করে ভুল করেছি

বৃহস্পতিবার ইলামবাজারের দেবীপুর গ্রামেও ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও অন্যান্য নেত্রীর উপস্থিতিতে সমস্ত বিজেপি কর্মীদের স্যানিটাইজ করে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দেওয়া হয়। হাতে পোস্টার নিয়ে বসে থাকতে দেখা যায় বিজেপির কর্মী-সমর্থকদের। পোস্টারে লেখা "বিজেপি করে ভুল করেছি"  "তৃণমূলে যোগদান করতে চাই"।

দলবদল নিয়ে চাপানউতর

এ নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল রায়ের বক্তব্য বিজেপিতে কিছু করোনা ভাইরাস ঢুকে গিয়েছিল। তাদের স্যানিটাইজ করে তৃণমূলে যোগদান করালাম । ভুল বুঝে তারা বিজেপিতে গিয়েছিল, যদিও দেবীপুর বুথে আমরা পরাজিত হয়েছিলাম। আগামী দিন ভালো ফল হবে। বিজেপি থেকে আসা তৃণমূলে যোগদানকারী রাজু দাসের বক্তব্য, আমরা ভুলবশত বিজেপিতে গিয়েছিলাম একটা চিন্তা ভাবনা নিয়ে। কিন্তু যেভাবে বিজেপি নোংরামি করেছে তাই তৃণমূলে যোগদান করলাম।

তৃণমূল ভাইরাস, দিলীপের দাবি

এই বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য দিলীপ ঘোষ বলেন, বাংলাতে গনতন্ত্র নেই। তৃণমূল সব থেকে বড় ভাইরাস। ওরা মানুষকে হেয় করে থাকে, তার জন্য এই কাজ করেছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement