Illegal SIR Camps: পাড়ায় পাড়ায় TMC-র ক্লাব, কমিউনিটি হলে চলছে SIR এর কাজ, কমিশনকে চিঠি BJP-র

ক্লাবে, কমিউনিটি হলে গিয়ে SIR-এর কাজ করছে একাংশের বুথ লেভেল অফিসার বা বিএলও-রা। খোলা হয়েছে অবৈধ SIR ক্যাম্প। আর এই কাজটা তারা করছে তৃণমূলের নিয়ন্ত্রণে থেকে। যার ফলে ভোটারদের সমস্যা হচ্ছে। এমনকী ইলেকশন কমিশনের নিয়মও মানা হচ্ছে না। এমনই অভিযোগ তুলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিল বঙ্গ বিজেপি।

Advertisement
পাড়ায় পাড়ায় TMC-র ক্লাব, কমিউনিটি হলে চলছে SIR এর কাজ, কমিশনকে চিঠি BJP-রSIR ক্যাম্প (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ক্লাবে, কমিউনিটি হলে গিয়ে SIR-এর কাজ করছে একাংশের বুথ লেভেল অফিসার বা বিএলও-রা
  • খোলা হয়েছে অবৈধ SIR ক্যাম্প
  • এমনই অভিযোগ তুলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিল বঙ্গ বিজেপি

ক্লাবে, কমিউনিটি হলে গিয়ে SIR-এর কাজ করছে একাংশের বুথ লেভেল অফিসার বা বিএলও-রা। খোলা হয়েছে অবৈধ SIR ক্যাম্প। আর এই কাজটা তারা করছে তৃণমূলের নিয়ন্ত্রণে থেকে। যার ফলে ভোটারদের সমস্যা হচ্ছে। এমনকী ইলেকশন কমিশনের নিয়মও মানা হচ্ছে না। এমনই অভিযোগ তুলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিল বঙ্গ বিজেপি।

তাদের মতে, ইলেকশন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছে যে বিএলও-দের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে। এমনকী বাড়ি থেকেই ফিলআপ করা ফর্ম গ্রহণ করতে হবে। যাচাই করতে হবে তথ্য। যদিও সেই কাজটা কিছু বিএলও করছে না বলে অভিযোগ। তারা তৃণমূলের নিয়ন্ত্রণে এসে পাড়ার ক্লাব বা কমিউনিটি হলেই এই কাজটা সারছে। আর এই কাজটা তারা ইলেকশন কমিশনকের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে করছে। তাই বিজেপি এখন এই সব ক্যাম্পের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি যেই সব বিএলও এমন কাজের সঙ্গে যুক্ত, তাদেরকেও দ্রুত সাসপেন্ড করার দাবি তুলেছে গেরুয়া ব্রিগেড।

এখন দেখার ইসিআই বিজেপির এই কথায় কতটা গুরুত্ব দেয়। তারা আদৌ কোনও ব্যবস্থা নেয় কি না।

চলছে SIR

মাথায় রাখতে হবে ৪ নভেম্বর থেকেই বাড়ি বাড়ি যাচ্ছে বিএলও-রা। তারা এনুমারেশন ফর্ম দিচ্ছেন। সেই ফর্ম ফিলআপ করেই জমা দেওয়ার কথা। তাতেই ভোটার লিস্টে আপনার নাম থাকবে। অন্যথায় থাকবে না।

যদিও এখনও অনেক ভোটারের অভিযোগ তারা নাকি ফর্ম পাননি। আর এই সমস্যা সমাধানেই এগিয়ে এসেছে নির্বাচন কমিশন। তাদের তরফে দেওয়া হয়েছে অভিযোগ জানানোর একাধিক নম্বর। সেখানে ফোন করলেই সব রকম সাহায্য পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে যে, এনুমারেশন ফর্ম না পেলে ১৯৫০, ২২৩১০৮৫০-এই দুই নম্বরে ফোন করতে হবে। সেখানেই জানাতে হবে অভিযোগ।

তবে যারা ফোন করতে চাইছেন না তারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। এক্ষেত্রে ৯৮৩০০৭৮২৫০ এই নম্বরে নিজের ভোটার কার্ডের নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়ে মেসেজ করুন। তাতেই সাহায্য পাবেন। নির্বাচন কমিশনের এমন পরিস্থিতিতে সব সাহায্য করবে।

Advertisement

ফর্ম দেওয়া হয়ে গিয়েছে

অক্টোবর ২৮ পর্যন্ত ভোটার লিস্টে নাম থাকা প্রায় সকলেই এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন বলে দাবি করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার অগরবাল। পাশাপাশি তিনি ভোটারদের ঠিক ঠাক করে ফর্ম ফিলআপ করার পরামর্শও দিয়েছেন। এর মাধ্যমেই সঠিক ভোটার তালিকা গড়ে তোলা সম্ভব হবে বলে জানান তিনি।

POST A COMMENT
Advertisement