খড়দায় BLO-র বাড়িতে হামলা, ভাঙচুর, সেনা নামানোর দাবি BJP-র অর্জুনের

খড়দাতে এক বুথ লেভেল অফিসারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ। ঘটনা ঘিরে আতঙ্কে রয়েছেন ওই BLO। BJP এই ঘটনার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করেছে। অর্জুন সিংয়ের দাবি, কমিশনের বাইরে তৃণমূল বিক্ষোভ দেখাতে এলে সেনা দিতে তার মোকাবিলা করা উচিত।

Advertisement
খড়দায় BLO-র বাড়িতে হামলা, ভাঙচুর, সেনা নামানোর দাবি BJP-র অর্জুনেরBLO-র বাড়িতে পুলিশ (বাঁ দিকে), অর্জুন সিং (ডান দিকে)
হাইলাইটস
  • খড়দাতে এক বুথ লেভেল অফিসারের বাড়িতে হামলা
  • আতঙ্কে রয়েছেন ওই BLO
  • তৃণমূল বিক্ষোভ দেখাতে এলে সেনা দিতে মোকাবিলার দাবি অর্জুনের

এবার বুথ লেভেল অফিসারের বাড়িতে হামলা।  উত্তর ২৪ পরগনার খড়দা এলাকার এক BLO-র বাড়িতে মঙ্গলবার রাতে আক্রমণ করা হয় বলে অভিযোগ। মানব চন্দ্র নামে ওই BLO-র বাড়িতে ইট ছোড়া হয়, দরজা ভাঙারও চেষ্টা চলে। তারপর থেকে আতঙ্ক রয়েছে মানব। খড়দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। 

জানা গিয়েছে, খড়দা বিধানসভা এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডে সুজাগরে বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করছিলেন মানব চন্দ্র। মঙ্গলবার রাতে কিছু দুষ্কৃতী চড়াও হয় তাঁর বাড়িতে। জোরে জোরে ধাক্কা দেওয়া হয়, অকথ্য ভাষায় গালিগালাজেরও অভিযোগ। 

মানব চন্দ্র বলেন, 'রাতের অন্ধকারে আমার বাড়িতে হামলা করা হয়েছে। পাথর ছুড়ে ভেঙে ফেলা হয় জানলার কাচ। দরজাও ভাঙার চেষ্টা চলে। আমি অত্যন্ত আতঙ্কে রয়েছি। ঘরের দরজার সামনে পান-গুটখার পিক ফেলে ময়লা করে গিয়েছে ওরা। জানি না কে বা কারা এই হামলা চালালো।' তাঁর আরও বক্তব্য, 'পুলিশকে গোটা বিষয়টা জানিয়েছি। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। যে কোনও রকমের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে।'

পুলিশের পাশাপাশি এই হামলার কথা ব্যারাকপুরের জেলাশাসককেও জানিয়েছেন মানব চন্দ্র। স্থানীয় উন্নয়ন কমিটির সদস্য তন্ময় গুহ রায় বলেন, 'এই ঘটনা অনভিপ্রেত। অনেক চাপের মুখে কাজ করতে হচ্ছে BLO-দের। তা সত্ত্বেও যদি ওদের বিরক্ত করা হয়, সেটা মেনে নেওয়া যাবে না। এটা নিন্দার যোগ্য।'

BJP নেতা অর্জুন সিং বলেন, 'SIR শুরুর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল এর বিরোধিতা করে চলেছে। নির্বাচন কমিশন এবং বুথ লেভেল অফিসারদের বিরোধিতা করছে ওরা, ভুয়ো ভোটারদের নাম তুলতে BLO-দের বাধ্য করছে, কেউ তা করতে রাজি না হলে তার উপর নেমে আসছে অত্যাচার। তকাল সূর্যনগরেও তেমনটাই হয়েছে। পুলিশ খবর পেয়েও ১২ ঘণ্টা পর ঘটনাস্থলে যায়। কমিশনের উচিত কঠোর শাস্তি দেওয়া। আমার মনে হয় কমিশনের বাইরে জড়ো হয়ে যদি তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় তবে সেনা দিয়ে তার মোকাবিলা করা উচিত।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement