মঙ্গলবার থেকেই কাজে নামছেন BLO রা।BLO দের নিরাপত্তা দেবে স্থানীয় প্রশাসন। থানার নম্বরও দেওয়া হবে। এমনই আশ্বাস দিলেন ERO। আর তারপরেই মঙ্গলবার থেকে SIR এর কাজ শুরুতে রাজি হলেন রাজ্যের BLO দায়িত্বপ্রাপ্তরা। সোমবার আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে ERO-BLO বৈঠক হয়।
এর আগে, শনিবার নজরুল মঞ্চে BLO দের মিটিং হয়েছিল। মিটিং শেষে ৩ দফা দাবি জানিয়েছিলেন BLO দের প্রতিনিধিরা,
প্রথমত, BLO রা মূলত স্কুল শিক্ষক। স্কুলে পড়ানোর পাশাপাশিই তাঁদের এই ডিউটি করতে বলা হয়েছে। তাঁদের দাবি ছিল, এভাবে দু'টি কাজ সম্ভব নয়। তাই আপাতত অন্তত এক মাসের জন্য তাঁদের স্কুলের ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে।
দ্বিতীয়ত, বাড়ি বাড়ি গিয়ে এই কাজের সময় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন BLO রা। ফলে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, বেশ কিছু বুথ আছে, যেখানে ভোটার সংখ্যা প্রচুর। তাই ১,১০০-১,২০০ র বেশি ভোটার আছেন এমন বুথের ক্ষেত্রে সহকারী BLO প্রদান করতে হবে। এর ফলে কাজ আরও সুষ্ঠু হবে। একজন BLO র একার উপর বেশি চাপ পড়বে না।
শনিবার এই মর্মে ডেপুটেশন জমা দিয়েছিলেন BLO রা। সেই ৩ দফা দাবি নিয়েই সোমবার ফের মিটিং হয়। সেখানে ৩টি বিষয়েই সাহায্যের পূর্ণ আশ্বাস দেন ERO তমোঘ্ন কর। তিনি জানান,
১. দু'টি কাজের বদলে কীভাবে একটি, অর্থাৎ শুধুমাত্র BLO ডিউটির ব্যবস্থা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই আর্জি জানাবেন।
২. নিরাপত্তা নিয়ে সমস্ত থানাগুলির সঙ্গে আলোচনা হচ্ছে। এছাড়াও BLO দের স্থানীয় থানার নম্বর দেওয়া হবে। স্থানীয় প্রশাসন যাতে তাঁদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করে, সেই বিষয়ে জোর দেওয়া হবে।
৩. যেখানে বড় বুথ, ভোটার সংখ্যা বেশি, সেখানে সহকারী বিএলও নিয়োগ করা যায় কিনা, সেই বিষয়ে চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।
ERO র আশ্বাসে আপাতত কিছুটা স্বস্তিতে BLO রা। তবে আগামী এক মাস কীভাবে কাজ এগোবে, স্কুলগুলিতে পড়াশোনারই বা কী হবে, সেই নিয়ে বেশ চিন্তিত তাঁরা। যদিও এবার মঙ্গলবার থেকেই মাঠে নেমে পড়ছেন বলে জানিয়েছেন BLO দের প্রতিনিধিরা।