Blood Red in September: ৭ সেপ্টেম্বর আকাশে ব্লাড মুন, কোথা থেকে, কীভাবে দেখা যাবে?

২০২৫ সালের ভাদ্র মাসের পূর্ণিমায় বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বাংলা। ৭ সেপ্টেম্বর রবিবার রাত থেকে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, অর্থাৎ রক্তচন্দ্র। খালি চোখেই এই দৃশ্য দেখা সম্ভব হবে, যা পর্যবেক্ষক ও সাধারণ মানুষদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।

Advertisement
৭ সেপ্টেম্বর আকাশে ব্লাড মুন, কোথা থেকে, কীভাবে দেখা যাবে?
হাইলাইটস
  • ২০২৫ সালের ভাদ্র মাসের পূর্ণিমায় বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বাংলা।
  • ৭ সেপ্টেম্বর রবিবার রাত থেকে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, অর্থাৎ রক্তচন্দ্র।

২০২৫ সালের ভাদ্র মাসের পূর্ণিমায় বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বাংলা। ৭ সেপ্টেম্বর রবিবার রাত থেকে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, অর্থাৎ রক্তচন্দ্র। খালি চোখেই এই দৃশ্য দেখা সম্ভব হবে, যা পর্যবেক্ষক ও সাধারণ মানুষদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।

কখন হবে চন্দ্রগ্রহণ? 
পেনামব্রাল গ্রহণ শুরু: রাত ৮টা ৫৮ মিনিটে। আংশিক গ্রহণ শুরু: রাত ৯টা ৫৭ মিনিটে। পূর্ণ গ্রহণ শুরু: রাত ১১টা ০০ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ: রাত ১১টা ৪১ মিনিটে। পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২টা ২২ মিনিটে। আংশিক গ্রহণ শেষ: রাত ১টা ২৫ মিনিটে। পেনামব্রাল গ্রহণ সমাপ্তি: ভোর ২টা ২৫ মিনিটে। প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট স্থায়ী হবে এই পূর্ণগ্রাস।

কোথা থেকে দেখা যাবে?
কলকাতা, দিল্লি, মুম্বই, পুনে, হায়দরাবাদ, লখনউ, চণ্ডীগড় সহ ভারতের প্রায় প্রতিটি শহর ও গ্রাম থেকেই পরিষ্কার আকাশে এই রক্তচন্দ্র চোখে পড়বে।

রক্তচন্দ্র কেন লাল দেখায়?
চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্যের আলোকে বাঁকিয়ে দেয়। নীল আলো বেশি ছড়িয়ে যায়, আর লাল-কমলা আলো সহজে চাঁদে পৌঁছায়। ফলে চাঁদের গায়ে পড়ে রহস্যময় লালচে বা তামাটে আভা। এই দৃশ্যকে বলা হয় Blood Moon।

কীভাবে দেখা উচিত?
বিশেষ চশমা বা যন্ত্রপাতির প্রয়োজন নেই। খালি চোখে দেখা নিরাপদ। দূরবীন বা টেলিস্কোপে দৃশ্য আরও স্পষ্ট হবে। ছাদ, মাঠ বা খোলা জায়গা থেকে দেখাই সবচেয়ে ভালো।

সাংস্কৃতিক তাৎপর্য
বিজ্ঞানীরা একে অপটিক্যাল ইফেক্ট বললেও, রক্তচন্দ্র বহু সংস্কৃতিতে কুসংস্কার, রহস্য ও কাব্যিকতার প্রতীক। কোথাও একে অশুভ বলা হয়, আবার কোথাও নতুন সূচনার প্রতীক।
 

 

POST A COMMENT
Advertisement