scorecardresearch
 

Lalan Sheikh Death Case: CBI-এর ৭ অফিসারের বিরুদ্ধে FIR, কী বলছে লালনের পোস্টমর্টেম রিপোর্ট?

Lalan Sheikh Death Case: বগটুই কাণ্ডে সিবিআই হেফাজতে মৃত লালন শেখের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে। যাতে বলা হয়েছে, ঝোলার ফলে গলায় ফাঁস লেগে মৃত্যু। তবে দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। বুধবার সকালে রামপুরহাট মেডিকেল কলেজ থেকে লালনের দেহ নিয়ে যান পরিবারের লোকেরা।

Advertisement
সামেন এল লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট সামেন এল লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট
হাইলাইটস
  • লালন শেখের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
  • ঝোলার ফলে গলায় ফাঁস লেগে মৃত্যু
  • এদিকে, রাজ্য পুলিশ CBI-এর কয়েকজন শীর্ষ আধিকারিকের নামে FIR করেছে

Lalan Sheikh Death Case: বগটুই কাণ্ডে (Bogtui Case) সিবিআই হেফাজতে মৃত লালন শেখের (Lalan Sheikh) ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট (Postmortem Office) প্রকাশ্যে। যাতে বলা হয়েছে, ঝোলার ফলে গলায় ফাঁস লেগে মৃত্যু। তবে দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। বুধবার সকালে রামপুরহাট মেডিকেল কলেজ থেকে লালনের দেহ নিয়ে যান পরিবারের লোকেরা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, লালনের মৃত্যু হয়েছে দেহ ঝুলে যাওয়ার কারণে। দেহের বাইরে আঘাতের চিহ্ন মেলেনি। খুনের ঘটনায় দেহে যে চিহ্ন পাওয়ার কথা তা নেই।  গতকাল রামপুরহাট মেডিকেল কলেজে দুপুর সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেহের ময়নাতদন্তের চলে।ভিডিয়োগ্রাফিও করা হয়। ৪ চিকিৎসকের দল দেহের ময়নাতদন্ত করেন।

এদিকে, রাজ্য পুলিশ CBI-এর কয়েকজন শীর্ষ আধিকারিকের নামে FIR করেছে। FIR-এ সিবিআইয়ের সাতজন অফিসারের নাম রয়েছে। এই সাতজন সিবিআই অফিসারের মধ্যে রয়েছেন সিবিআইয়ের ডিআইজি, সিবিআই এসপি সহ সাতজনের নাম আছে। এফআইআর-এ অভিযুক্তদের মধ্যে একজন গরু পাচার মামলার তদন্তকারী অফিসারও রয়েছেন।

লালন শেখের স্ত্রী রেশমা বিবি মঙ্গলবার রামপুরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তদন্ত প্রক্রিয়ার সময় সিবিআই কর্মকর্তারা তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন।

ইতিমধ্যে, রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি বগটুই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখের মৃত্যুর তদন্তভার নিয়েছে। 

সোমবার রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পে বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেদিন রাতেই সিবিআইয়ের তরফে ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিল্লিতে পাঠানো হয় বলে সূত্রের খবর। পাশাপাশি ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু করে সিবিআই (CBI)। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখতে শুরু করেন গ্রামবাসীরা। রাস্তা আটকে চলে অবরোধ, জ্বলে টায়ার। সিবিআই-এর বিরুদ্ধে খুনের অভিযোগ করেন লালনের স্ত্রী। ৩০২ ধারায় মামলা রুজু হয়।  পরে সিআইডি ঘটনার তদন্তের কথা ঘোষণা করে। 
 

Advertisement

Advertisement