Birbhum Bomb Blast: বীরভূমে ফের বোমা বিস্ফোরণ, জখম TMC-র পঞ্চায়েত প্রধানের ভাই, মৃত্যু সঙ্গীর

বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণ। বোমা ফেটে জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই, মৃত্যু সঙ্গীর। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত পরিস্থিতি।

Advertisement
বীরভূমে ফের বোমা বিস্ফোরণ, জখম TMC-র পঞ্চায়েত প্রধানের ভাই, মৃত্যু সঙ্গীরপ্রতীকী ছবি
হাইলাইটস
  • বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণ
  • বোমা ফেটে জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই, মৃত্যু সঙ্গীর
  • বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয় বলে দাবি করে স্থানীয়রা

Birbhum Bomb Blast: বীরভূমের (Birbhum) মাড়গ্রামে (Margram) বোমা বিস্ফোরণ (Bomb Blast)। বোমা ফেটে জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই, মৃত্যু সঙ্গীর। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত পরিস্থিতি।

সূত্রের খবর অনুযায়ী, বোমার আঘাতে জখম হন মাড়গ্রাম ১ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ ও তাঁর বন্ধু নিউটন শেখ। গুরুতর জখম অবস্থায় তাঁদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিউটন শেখের। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাস্থলে মজুত বিশাল পুলিশ বাহিনী। কী কারণে বিস্ফোরণ সেই তদন্ত করছে পুলিশ।

বাসন্তী, ক্যানিংয়ের পর এবার ফের বীরভূমে বিস্ফোরণ হয়। বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয় বলে দাবি করে স্থানীয়রা। ২জন রামপুরহাট হাসপাতালে ভর্তি বলে জানা গেছে।

এদিন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতেও বোমা বিস্ফোরণ হয়।বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতীর মোড় এলাকায় মনিরুল খান নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি বাজারে বোমাবাজি হয়। ঘটনায় তৃণমূলের উপপ্রধান, পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতির ছেলে সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় প্রচুর অস্ত্র, বোমা। 


POST A COMMENT
Advertisement