Birbhum Blast: বারুদের স্তূপে বীরভূম, সাতসকালে বিকট বিস্ফোরণে কাঁপল সাঁইথিয়া

ফের বোমা বিস্ফোরণ। সোমবার সকালে কেঁপে উঠল বীরভূমের সাঁইথিয়া। ফুলুর পঞ্চায়েতের বলাইচণ্ডী গ্রামে আচমকাই ফেটে যায় রাস্তার ধারে পড়ে থাকা একটি বোমা। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়ায় গ্রামজুড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

Advertisement
বারুদের স্তূপে বীরভূম, সাতসকালে বিকট বিস্ফোরণে কাঁপল সাঁইথিয়া

ফের বোমা বিস্ফোরণ। সোমবার সকালে কেঁপে উঠল বীরভূমের সাঁইথিয়া। ফুলুর পঞ্চায়েতের বলাইচণ্ডী গ্রামে আচমকাই ফেটে যায় রাস্তার ধারে পড়ে থাকা একটি বোমা। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়ায় গ্রামজুড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

জানা গিয়েছে, এদিন সকালে গ্রামবাসীরা আচমকা একটি জোরালো শব্দ শুনতে পান। দেখা যায়, রাস্তার ধারে পড়ে থাকা একটি বোমা ফেটে গিয়েছে। সঙ্গে সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে খবর দেওয়া হয় সাঁইথিয়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে। বোমাটি কে বা কারা সেখানে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বীরভূমে তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই সাঁইথিয়ার দক্ষিণ সিজা গ্রামে গ্রামবাসীরা এক মাঠের ধারে একটি বালতির মধ্যে তাজা বোমা দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। পরে তারা এসে বালতি ভর্তি বোমাগুলি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।

এই দক্ষিণ সিজা গ্রামেই তার আগে একটি বাড়িতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। ওই ঘটনার পরদিনই সাঁইথিয়ার আকুডিহি গ্রামেও একটি বাড়িতে মজুত বোমা ফেটে যায়। সেই বিস্ফোরণে মাটির দেওয়াল ভেঙে পড়ে। সেই গ্রাম থেকেও খড়ের গাদার ভিতর থেকে বোমা উদ্ধার করে পুলিশ।

শুধু সাঁইথিয়া নয়, গত মাসে বীরভূমের লাভপুর থানার পুলিশ পালপুরের মাঠ থেকে দুটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, প্রতিটি ড্রামে ছিল প্রায় ৩৫-৩৭টি বোমা। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়েই এই বোমাগুলি উদ্ধার হয়।

একের পর এক বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনায় ফের উত্তপ্ত কেষ্টর গড় বীরভূম। প্রশ্ন উঠছে— জেলায় এত বোমা আসছে কোথা থেকে? রাজনৈতিক মহলের মতে, সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম। প্রশাসনের ওপর চাপ বাড়ছে গোটা জেলার নিরাপত্তা বজায় রাখার। পুলিশ সূত্রে খবর, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। দায়ীদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন।

Advertisement

সংবাদদাতা: শান্তনু হাজরা

POST A COMMENT
Advertisement