Bratya Basu: চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও অবসরে পাবেন এককালীন ৫ লক্ষ টাকা, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরাও। এই খবরটি বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Advertisement
চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও অবসরে পাবেন এককালীন ৫ লক্ষ টাকা, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রাত্য বসু
হাইলাইটস
  • রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
  • সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরাও।

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরাও। এই খবরটি বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ব্রাত্য বসু এক্সে জানিয়েছেন যে, শিক্ষা দফতরের অধীনে থাকা প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে-র কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। তিনি উল্লেখ করেছেন, "এই সুবিধা পাবেন প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে-র কর্মীরা।" সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ এপ্রিল, ২০২৪ থেকে। অর্থাৎ, ১ এপ্রিল থেকে যাঁদের অবসর হয়েছে, তাঁরাও এককালীন ভাতার বর্ধিত অঙ্ক পাবেন।

উল্লেখ্য, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের অবসরের সময়ে এই সুবিধা আগে থেকেই প্রযোজ্য ছিল। এবার থেকে শিক্ষা দফতরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীরাও একই সুবিধা পাবেন। প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে-র কর্মীদের অবসরের বয়স বিভিন্ন রকমের। কারও অবসরের বয়স ৬০ বছর, আবার কারও ৬৫ বছর। এত দিন অবসরকালে কেউ পেতেন দু’লক্ষ টাকা, কেউ তিন লক্ষ টাকা। এবার থেকে তা বৃদ্ধি করে করা হল পাঁচ লক্ষ টাকা।

এই সিদ্ধান্তটি কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীর জন্য এক বিশাল সুবিধা বয়ে আনবে বলে মনে করছেন অনেকে। তাঁরা এত দিন অবসরের সময়ে স্বল্প পরিমাণ অর্থ পেতেন, যা তাঁদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য যথেষ্ট ছিল না। পাঁচ লক্ষ টাকা ভাতা তাঁদের ভবিষ্যৎ জীবনে কিছুটা হলেও আর্থিক সুরক্ষা দেবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, রাজ্য সরকারের এই পদক্ষেপটি শিক্ষাক্ষেত্রে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের প্রতি সরকারের দায়িত্ববোধ ও যত্নের প্রতিফলন। এটি শুধু তাঁদের আর্থিক সুরক্ষার বিষয় নয়, বরং তাঁদের কঠোর পরিশ্রম ও অবদানের স্বীকৃতিও বটে। এখন সরকারের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে কতটা আশা-উৎসাহ ও প্রেরণা যোগায় সেটাই দেখার।

Advertisement

 

POST A COMMENT
Advertisement